৫৬ বছর পর খুঁজে পাওয়া গেল ২২ বছরের তরুণের দেহ
এ এক বিস্ময়। ৫৬ বছর ধরে যাঁর দেহ পাওয়া যায়নি, তাঁর দেহ অবশেষে পাওয়া গেল। ২২ বছরের তরুণের দেহ উদ্ধার এক কাকতালীয়ের চেয়ে কম নয়।
সময়টা ১৯৬৮ সাল। ডাক এল ভারতীয় সেনার থেকে। ২২ বছরের এক তরুণ অনেক স্বপ্ন নিয়ে দেশের সেবায় নিজেকে সঁপে দিতে সেনাবাহিনীতে যোগদানের যে আবেদন করেছিলেন তার হাত ধরেই এই ডাক। তিনি পাড়ি দেন সেনাবাহিনীতে যোগ দিতে।
প্রাথমিক তালিমের পর তাঁকে পোস্টিং দেওয়া হয় লেহ-তে। চণ্ডীগড় থেকে ১০২ জনের সঙ্গে ওই যুবকও চড়ে বসেন ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনভ এএন-১২ বিমানে।
রোটাং পাসের কাছে সেই বিমানটি অত্যন্ত খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের সঙ্গে। বরফে ঢাকা উপত্যকায় কোথায় যেন হারিয়ে যায় বিমানটি।
কেরালার পাথনামথিত্তা জেলার এলান্থুরের বাসিন্দা ২২ বছরের চেরিয়ানের স্বপ্ন প্রথম পোস্টিংয়ের আগেই শেষ হয়ে যায় রোটাং পাসের পুরু বরফের কোলে। তারপর শুরু হয় অপেক্ষার।
ছেলের দেহটা একবার চোখের দেখা দেখার অপেক্ষায় চেরিয়ানের গোটা পরিবার অপেক্ষায় থাকে। দিন পার করে মাস, মাস পার করে বছর, কাটতে থাকে সময়। কিন্তু চেরিয়ানের জন্য অপেক্ষার দিন শেষ হয়না।
অবশেষে ৫৬ বছর পর সেই বরফের মধ্যে থেকেই উদ্ধার হল চেরিয়ানের দেহ। সঙ্গে আরও ৩ জনের দেহও উদ্ধার হয়েছে। সে খবরও পৌঁছে গেছে চেরিয়ানের পরিবারের কাছে।
এখন বেঁচে থাকলে চেরিয়ানের বয়স হত ৭৮ বছর। এতদিন পর তিনি ফিরছেন তাঁর বাড়িতে। তবে নিথর দেহটা ফিরছে ৭৮-এর বৃদ্ধ হয়ে নয়, সেই ২২ বছরের যুবক হয়েই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা