ধ্রুপদী হল বাংলাভাষা, বাংলার গর্বের দিনে উপরি পাওনা প্রচুর কর্মসংস্থান
বাংলা ভাষায় এবার বাড়তে চলেছে কর্মসংস্থানের সুযোগ। অনেক কাজ তৈরি করতে চলেছে বাংলা ভাষা। কারণ বাংলা এখন ধ্রুপদী ভাষা।
আধুনিক প্রজন্মের অনেকেই মনে করেন বাংলা ভাষা শিখে কাজের সুযোগ তেমন নেই। সেই বাংলা ভাষাই এবার অনেক কাজের সুযোগ তৈরি করছে। অবশ্যই তার পিছনে রয়েছে একটি কেন্দ্রীয় স্বীকৃতি।
কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে বেছে নিল। শুধু বাংলা নয়, কেন্দ্রের বেছে নেওয়া ধ্রুপদী ভাষার তালিকায় যুক্ত হল বাংলা, অসমীয়া, পালি, প্রাকৃত ও মারাঠি ভাষা।
ভারতের ধ্রুপদী ভাষার এই তালিকা ধরলে বাংলা পশ্চিমবঙ্গের প্রধান ভাষা। অসমের অসমীয়া, মধ্যপ্রদেশের পালি ও প্রাকৃত এবং মহারাষ্ট্রের মারাঠি।
এর আগেই অবশ্য ভারতের ৬টি ভাষা এই অনন্য স্বীকৃতি পেয়ে বসে আছে। সেগুলি হল সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম এবং ওড়িয়া। এদের সঙ্গে যুক্ত হল বাংলা সহ আরও ৪টি ভাষা।
বাংলা ভারতের ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার পর বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে অনেক চাকরি তৈরি হবে। বাংলা ভাষায় ওপর গবেষণার সুযোগ বাড়বে। বাংলা ভাষায় প্রাচীন সব গ্রন্থের ডিজিটাইজেশন করার জন্য লোকজন লাগবে। এছাড়া তার নিবন্ধীকরণ, অনুবাদ, প্রকাশনার কাজে অনেক চাকরি তৈরি হবে। বাংলা ডিজিটাল মিডিয়ায় সুযোগ আরও বৃদ্ধি পাবে।
যে ভাষাগুলি ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে দেশে স্বীকৃত সেগুলির প্রচার ও উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ করছে এবং আগামী দিনেও করতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ধ্রুপদী ভাষায় কাজের জন্য জাতীয় পুরস্কারের মত সুযোগও তৈরি হবে বাংলার জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা