সরকারি খরচে ১ সপ্তাহের জন্য ফ্রান্স গেলেন ৫৪ জন শিক্ষক
নিজেদের পকেট থেকে একটা টাকাও খরচ করতে হবেনা। পুরো খরচ সরকারের। আর সেই সরকারি খরচে ফ্রান্স ঘুরে দেখার সুযোগ পেলেন ৫৪ জন শিক্ষক।
৫৪ জন শিক্ষকের ফ্রান্স ভ্রমণের সব খরচ রাজ্যসরকারের। এঁদের মধ্যে ৩২ জন প্রাথমিক শিক্ষক এবং ২২ জন উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক। ফ্রান্সে তাঁরা ১ সপ্তাহ ঘুরবেন। তারপর ফিরে আসবেন।
এই ১ সপ্তাহে ফ্রান্সে ঘোরার জন্য যা খরচ হবে তা বহন করবে সংশ্লিষ্ট রাজ্যসরকার। তবে ইচ্ছামত বা পছন্দমত শিক্ষককে বাছাই করে পাঠানো হচ্ছেনা। সেখানে অস্বচ্ছতার প্রশ্ন থাকতেই পারত।
সাধারণ মানুষ থেকে অন্য শিক্ষক, সকলেরই মনে হতে পারত ফ্রান্স পাঠানোর ক্ষেত্রে বাছাইয়ে পক্ষপাতিত্ব করা হয়েছে। কিন্তু সে বিতর্কের অবকাশই রাখতে দেয়নি তামিলনাড়ু সরকার। তারা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এঁদের বেছে নিয়েছে।
কানাভু আসিরিয়ার স্কিম বা স্বপ্নের শিক্ষক প্রকল্পের আওতায় সে রাজ্যের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের যে কোনও শিক্ষক আবেদন করতে পারেন। ১৬ হাজার ২৪৭ জন শিক্ষক এই প্রকল্পের আওতায় বিদেশ ভ্রমণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন।
তাঁদের প্রথমে লিখিত পরীক্ষায় বসতে হয়। তারমধ্যে যাঁরা পাশ করেন, তাঁদের আবার পরবর্তী স্তরে তাঁদের শিক্ষকতার ক্ষমতা, পড়ানোর নতুন পদ্ধতি ইত্যাদি তুলে ধরতে হয়েছে।
তাঁদের মধ্যে থেকে আবার ৯৯২ জনকে বেছে তাঁদের নানা দিক থেকে পরীক্ষা হয়। তাঁদের ক্লাসে পড়াতে বলে তা কেমন তাও খতিয়ে দেখা হয়। এমন একের পর এক স্তরের মধ্যে দিয়ে গিয়ে বেছে নেওয়া হয় ৫৪ জন শিক্ষককে। এঁরাই ফ্রান্সে যাওয়ার সুযোগ পান।
এটা অনুমেয় যে পদ্ধতিটি কঠিন। তবে এই প্রকল্প শিক্ষকদের আরও ভাল করে পড়ানোর প্রতি উৎসাহ প্রদান করবে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা