গৃহকর্ত্রীর ওপর রাগ মেটাতে পরিচারিকার বিরুদ্ধে রুটিতে প্রস্রাব মেশানোর অভিযোগ
রুটি বা পরোটা তৈরির জন্য আটা মাখার সময় তাতে প্রস্রাব মেশানোর অভিযোগ উঠল এক পরিচারিকার বিরুদ্ধে। এমনও কেউ করতে পারে? বিশ্বাস হচ্ছেনা অনেকের।
বেশ কিছুদিন ধরে পেটের সমস্যা হচ্ছিল। সেজন্য ডাক্তারের কাছেও গিয়েছিলেন পরিবারের সকলে। কিন্তু তাতে সমস্যা যে মিটেছিল তা নয়। বোঝা যায় সমস্যাটা খাবার থেকে হচ্ছে।
পরিবারের খাবার রান্নার জন্য এক রাঁধুনি রয়েছে। ওই যুবতী কেবল এই বাড়িতেই নয়, এলাকার আরও কয়েকজনের বাড়িতেই রান্নার কাজ করে। রাঁধুনি হিসাবে পরিচিত ওই মহিলাই এই পরিবারের রান্না করে।
সে কি কোনও গণ্ডগোল করছে? এমন সন্দেহ হওয়ায় পরিবারের তরফে রান্নাঘরেই একটি ক্যামেরা লাগানো হয়। কয়েকদিন আগে সেই ক্যামেরায় যা ধরা পড়েছে বলে ওই পরিবার দাবি করেছে তা কার্যত গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে।
ওই পরিবারের তরফে পুলিশে অভিযোগ করা হয় যে তাঁদের বাড়িতে যে মহিলা রান্নার কাজ করে সে রুটির আটা মাখার সময় তাতে জল দেওয়ার বদলে প্রস্রাব করে সেই প্রস্রাব মেশাচ্ছে। আর তা তাঁদের রান্নাঘরের ক্যামেরায় ধরাও পড়েছে।
এই অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই মহিলাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। পুলিশের দাবি রান্নার কাজে নিযুক্ত ওই মহিলা স্বীকারও করেছে। তার দাবি গৃহকর্ত্রী তাকে ছোট ছোট বিষয়ে অত্যন্ত খারাপ ভাবে বকাঝকা করতেন।
তার প্রতিশোধ নিতেই যে সে এই কাণ্ড করে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তবে অভিযোগটি নিয়ে তদন্ত চলছে। এদিকে সকলেরই প্রশ্ন এভাবে কতদিন ধরে ওই মহিলা রুটি বানিয়ে চলেছে তা কিছু জানা গেছে কি? সেটা অবশ্য এখনও পরিস্কার নয়। ঘটনাটি হইচই ফেলে দিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিক লোকালিটিতে।