দক্ষিণী সিনেমার তো বটেই, সারা ভারতের কাছেও তিনি সুপরিচিত অভিনেতা। হিন্দি সিনেমায় খলনায়কের চরিত্রেই তাঁকে বেশি দেখা যায়। অভিনয় প্রতিভার জন্য ঝুলিতে রয়েছে ৫টি জাতীয় পুরস্কার। সেই প্রকাশ রাজের বিরুদ্ধে লখনউ আদালতে মামলা ঠুকলেন এক আইনজীবী। মামলার শুনানি আগামী ৭ অক্টোবর।
গত রবিবার ডিওয়াইএফআই-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন প্রকাশ রাজ। তাঁর দাবি, যাঁরা গৌরী লঙ্কেশের মৃত্যু নিয়ে সোশ্যাল সাইটে হাসিঠাট্টা করছে তাদের বিরুদ্ধে একটা কথাও বলছেন না প্রধানমন্ত্রী। কটাক্ষের সুরে জানান, তিনি একজন অভিনেতা। তাই কে অভিনয় করছে, আর কে সত্য বলছে তা তিনি ভালই বোঝেন।
প্রধানমন্ত্রী অভিনয় করছেন বলে অভিযোগ করে প্রকাশ বলেন, তিনি তাঁর অভিনয় প্রতিভার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর থেকেও বড় অভিনেতা। তাই তাঁর জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে ইচ্ছে করছে। প্রকাশের বক্তব্য সামনে আসার পর এদিন লখনউ আদালতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এহেন বক্তব্যের জন্য মামলা করেন এক আইনজীবী।
(প্রকাশ রাজের ছবি – সৌজন্যে – ট্যুইটার – প্রকাশ রাজ)