National

অভিনব উদ্যোগ, ঝড়বৃষ্টি, গরম, ঠান্ডার খবর আগেই পেয়ে যাবেন গ্রামের মানুষজন

শহরে থাকার সুবিধা অনেক। এটা অস্বীকার্য নয়। কিন্তু গ্রামের মানুষও এবার সহজেই আগে থেকে জেনে যাবেন ঝড়, বৃষ্টি, গরম, ঠান্ডার খবর।

গ্রামের মানুষের অধরা এখনও অনেক কিছুই। অনেক কিছুর জন্যই তাঁদের শহরের ওপর নির্ভর করতে হয়। অথচ ভারতের সিংহভাগ অংশ জুড়ে রয়েছে সবুজে ঘেরা গ্রাম। যা ভারতবাসীর খাবারের যোগান দিয়ে চলেছে নিরন্তর।

শহরের মানুষ বিভিন্ন উপায়ে আবহাওয়ার খবরাখবর পেতে থাকেন। প্রতিদিন তাঁরা জানতে পারেন দিনটা কেমন যেতে চলেছে। তা তাঁদের আগাম প্রস্তুতি নিতেও সাহায্য করে। এবার সেই সুযোগ পাবেন গ্রামের মানুষজনও।


ভারতের প্রতিটি গ্রামের মানুষ এবার আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যাবেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই খবর পৌঁছে যাবে। যদি ঝড় আসার হয়, যদি বৃষ্টি আসছে এমনটা হয়, যদি প্রবল বৃষ্টি চলবে এমন হয় বা অতি ভয়ংকর গরম পড়বে, এমন কথা তাঁরা আগেই জানতে পারেন, তাহলে সেইমত নিজেদের রক্ষা করা, নিজেদের ফসল রক্ষা করার ব্যবস্থাটা তাঁরা করতে পারবেন। এতে তাঁদের উপকার হবে।

ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ভারতীয় আবহাওয়া দফতর এবং পৃথিবী বিজ্ঞান বিষয়ক মন্ত্রকের যৌথ উদ্যোগে এবার থেকে গ্রামে গ্রামে স্থানীয়ভাবে আবহাওয়ার রিপোর্ট পৌঁছে যাবে।


তাতে ওই গ্রামটি কেমন আবহাওয়া পেতে চলেছে তা জানতে পারবেন গ্রামবাসীরা। ই গ্রাম স্বরাজ বা মেরি পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে একেবারেই ওই গ্রাম ও তার আশপাশের এলাকার জন্য দৈনিক আবহাওয়ার খবর পাওয়া যাবে।

এতে ফসলের ক্ষয়ক্ষতিও আটকানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। যেহেতু গ্রামবাসীরা তাঁদের গ্রামের জন্য কেমন গরম থাকবে, কেমন বৃষ্টি হবে, কেমন হাওয়া বইবে, হাওয়ার গতি কত থাকবে, কেমন মেঘ করবে সব জানতে পারবেন, তাতে তাঁরা ফসল বপন, ফসল ঘরে তোলা বা জলসেচের মত বিষয়গুলিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button