ভক্তের ভালবাসা, দিওয়ালীতে মিষ্টি হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভক্তের ভালবাসা যে কি কি করতে পারে তা বাস্তব সামনে না এলে কল্পনা করাও মুশকিল। যেমন দিওয়ালীতে মিষ্টি হয়ে গেলেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর প্রতি ভালবাসা অনেক ভক্তকেই অভিনব কিছু করার ভাবনা উপহার দেয়। সেই ভাবনা থেকেই মানুষ নানা উদ্যোগ নিয়ে ফেলেন। এবারই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। সেই খুশিতে ভাগলপুরের এক মিষ্টি বিক্রেতা তাঁর মত করে নরেন্দ্র মোদীর তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার আনন্দ ভাগ করে নেন।
তিনি একটি মিষ্টি তৈরি করেন। যা তৈরি হয় পেস্তা, কাঠ বাদাম, গোলাপ জল, গোলাপের রস, কেশর ও দেশি ঘি দিয়ে। এভাবে তৈরি হয় একটি লাড্ডু। ভাগলপুরের মিষ্টি বিক্রেতা লালু শর্মা ওরফে সঞ্জীব এই লাড্ডু শুধু তৈরিই করেননি, তার নাম দেন ‘মোদী লাড্ডু’।
যা আসার পরই সাধারণের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়। দ্রুত এই লাড্ডুর নাম ছড়িয়ে পড়তে থাকে। এবার দিওয়ালীর আগে এই মোদী লাড্ডুর চাহিদা দেশজুড়ে অনেকটাই বেড়েছে।
এই অভিনব লাড্ডু দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে কুলিয়ে উঠতে পারছেন না সঞ্জীব। তবে তিনি চেষ্টা করছেন বলেই জানিয়েছেন। চেষ্টা করছেন যতটা পারা যায় মোদী লাড্ডু দেশের বিভিন্ন প্রান্তে তো বটেই, সেই সঙ্গে দেশের বাইরেও যাঁরা চাকরি করতে বা অন্য কোনও কাজে রয়েছেন তাঁদের পর্যন্ত পৌঁছে দিতে।
সঞ্জীব আরও একটি জিনিস এই লাড্ডুতে দিচ্ছেন। পবিত্র গঙ্গা নদীর ছোঁয়া মানুষের মন প্রশান্তিতে ভরিয়ে তুলছে। তিনি জানিয়েছেন ভাগলপুরে ব্যবসা করলেও তিনি আদপে বারাণসীর বাসিন্দা। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারাণসী থেকেই সাংসদ।
এই পবিত্র শহরের গা দিয়ে বয়ে গেছে পবিত্র নদী গঙ্গা। সেই গঙ্গার জলও এই লাড্ডুতে স্থান পেয়েছে। আপাতত দিওয়ালীতে এই মোদী লাড্ডুর চাহিদা মেটাতে হিমসিম অবস্থা লালু শর্মার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা