নতুন করে বর্ষা শুরু হতেই ওরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজির ভারতে
বর্ষা বিদায় নিয়ে নতুন করে ফের বর্ষা নেমেছে। এই বর্ষা শেষে ফের বর্ষা শুরু মানেই বিশ্বজুড়ে অন্য অতিথিদের আগমনে জোয়ার।
কোনও ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি নয়। দানার কারণেও নয়। একেবারে রীতি মেনে দস্তুরমত বর্ষা নেমেছে প্রতিবছরের মত। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখানে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে এই ভরা বর্ষা সাধারণ মানুষের জন্য বড় ক্লান্তিকর, কর্মনাশা মনে হলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই বর্ষার টানেই ডানা মেলে হাজির হয় হাজার হাজার অতিথি।
এদের তালিকায় রয়েছে ফ্লেমিঙ্গো, পেলিকান, ক্র্যাব প্লোভার, মার্স স্যান্ডপাইপার, গ্রেট নটের মত পাখিরা। যারা বর্ষায় তামিলনাড়ুর ২টি প্রান্তে হাজারে হাজারে হাজির হয়। কয়েক হাজার মাইল পার করে তারা উড়ে আসে এখানে কটা মাস কাটাতে।
বর্ষা ভারত থেকে বিদায় নেওয়ার পর আর এক বর্ষা নতুন করে নামে তামিলনাড়ুতে। যার কিছুটা প্রভাব অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক বা পুদুচেরিতেও পড়ে। সেই বর্ষায় তামিলনাড়ুর কোদাইকানাল বার্ড স্যাঞ্চুয়ারির মত জায়গায় এরা ভিড় জমাতে থাকে।
কার্যত এই বর্ষার টানেই তাদের ভারতে আসা। তবে ভারতে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা হয় তখন তাদের দেখা মেলেনা। কিন্তু শীতের আগে এই উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষায় তারা দিব্যি হাজির হয়।
তামিলনাড়ুর বন দফতর জানাচ্ছে ২০২৩-এর তুলনায় এবার এই দ্বিতীয় দফার বর্ষা তামিলনাড়ুতে অনেক বেশি হচ্ছে। যেহেতু এবার এই বর্ষা বেশি তাই পরিযায়ী পাখিদের আগমনও এবার অনেক বেশি।
এদিকে এমন হাজার হাজার পাখির আগমনে কিছু অসাধু মানুষ যাতে চোরাশিকারে মন দিতে না পারে সেজন্য কড়া বন্দোবস্ত করেছে তামিলনাড়ুর বন দফতর। পাখিরা যাতে এখানে শান্তিতে তাদের মত করে থাকতে পারে তা সবদিক থেকে নিশ্চিত করতে চাইছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা