চরণামৃত ভেবে ভুল করে এসির জল পান করলেন ভক্তেরা
চরণামৃত ভেবে ভুল করে বসলেন ভক্তেরা। দেশের অন্যতম বিখ্যাত মন্দিরে বহু ভক্ত ভুল করে চরণামৃত ভেবে ভক্তিভরে এসি থেকে বার হওয়া জল পান করলেন।
প্রতিষ্ঠিত বিগ্রহের চরণামৃত পান ভক্তদের কাছে অবশ্যই এক বড় পাওনা। যা পান করে তাঁরা শান্তি পান। কিন্তু চরণামৃত ভেবে ভুল করে অন্য কিছু পান করলে তো বিপদ! সেটাই হল দেশের অন্যতম বিখ্যাত মন্দিরে।
শ্রীকৃষ্ণের এ মন্দির বৃন্দাবনে অবস্থিত। বাঁকেবিহারী মন্দির হিসাবে বৃন্দাবনের অন্যতম প্রসিদ্ধ এই মন্দিরে দেশ বিদেশ থেকে ভক্তের ঢল লেগেই থাকে। এখানে মন্দির গাত্রে একটি হাতির মুখের মতন স্থাপত্যকীর্তি লাগানো রয়েছে। তা থেকেই চুঁইয়ে জল নির্গত হচ্ছিল।
যে জলকে চরণামৃত ভেবে ভুল করে বসেন ভক্তেরা। ওই জল পান করতে কার্যত লাইন পড়ে যায়। বহু মানুষ সেই জল পান করতে থাকেন ভক্তিভরে।
কেউ চায়ের কাগজের কাপে সেই জল ভরে পান করেন। কেউ আবার হাতের চেটোয় ভক্তির সঙ্গে জল পান করে মাথায় ঠেকিয়ে নেন। যা চরণামৃত পানের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের ভক্তরা করে থাকেন সেটাই করেন তাঁরা।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে একজনকে বারণ করতে শোনা যায় ভক্তদের। ওটা যে চরণামৃত নয়, নিছক এসি মেশিন থেকে বেরিয়ে আসা জল, তা বোঝানোর চেষ্টা করেন তিনি। কিন্তু খুব একটা কাজ হয়নি।
অনেকেই সেই জল পান করতে থাকেন চরণামৃত ভেবে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, চরণামৃত ভেবে ভুল করে এসি থেকে নির্গত জল পান কিন্তু শরীরে নানা রোগের কারণ হয়ে উঠতেই পারে।