মাটির তলায় ২ হাজার বছর পুরনো মহাশ্মের দেখা পেতে মুখিয়ে প্রত্নতাত্ত্বিকরা
মাটির তলায় লুকিয়ে আছে মহাশ্ম। যার দেখা পেতে মুখিয়ে আছেন প্রত্নতাত্ত্বিকরা। কখন সেসব বিস্ময় উঠে আসবে তা দেখতে আর তর সইছে না তাঁদের।
ভারতের বিভিন্ন কোণায় প্রত্ন নিদর্শন ছড়িয়ে আছে। অনেকগুলি মাটির তলা থেকে উদ্ধারও হয়েছে। অনেক জায়গায় এএসআই খনন চালিয়ে এমনও অনেক নিদর্শন পেয়েছে যা চেনা ইতিহাস বদলে দিয়েছে।
তামিলনাড়ুর পালার নদীর ধারে বিভিন্ন জায়গায় খনন চালিয়ে এএসআই এমন অনেক নিদর্শন পেয়েছে যা নতুন করে ইতিহাসকে চিনিয়েছে। ফলে এখানে অনেক জায়গাই সংরক্ষিত। সেখানে সাধারণ মানুষের কোনও কাজে ঢোকার অনুমতি নেই।
তেমনই একটি জায়গা লোয়ার পালার উপত্যকা। এখানেই এবার খনন শুরু করছে এএসআই। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে এই খননকার্য আগামী বছরের শুরুতেই শুরু হয়ে যাওয়ার কথা।
প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন এখানে ২ হাজার বছর পুরনো অনেক মহাশ্ম মাটির তলায় চাপা পড়ে আছে। মহাশ্ম অর্থাৎ প্রস্তর নির্মিত কোনও স্থাপত্য। পাথরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক কিছুই সেখানে পাওয়া যেতে পারে বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা।
তামিলনাড়ুর চেঙ্গালপাত্তু জেলায় হতে চলা এই খননকাজ নিয়ে আশাবাদী বিশেষজ্ঞেরা। তাঁরা মনে করছেন এমন কিছু পাওয়া যেতে পারে যা চেনা ভাবনা বদলে দিতে পারে।
প্রসঙ্গত তামিলনাড়ুর নানা প্রান্তে খননকাজ চালিয়ে বহু এমন নিদর্শন এএসআই উদ্ধার করেছে যা এক অনন্য প্রাপ্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এবার লোয়ার পালার উপত্যকায় হতে চলা খননকাজ থেকে কি পাওয়া যায় সেদিকেই তাকিয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা