দিল্লির বিবেক বিহার থানা। এখানেই স্বঘোষিত গডউওম্যান রাধেমাকে নিয়ে যে হৈচৈ হল তা দেখে থ গোটা দেশ। থানার এক আধিকারিক রাধেমাকে দেখে সটান উঠে দাঁড়ান তাঁর চেয়ার ছেড়ে। নিজে দাঁড়িয়ে রাধেমাকে বসতে দেন তাঁর চেয়ারে। পাশে পুলিশের পোশাকে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা ওই আধিকারিকের গলায় ঝোলানো ছিল রাধেমার দেওয়া ওড়না। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। ৫ জন পুলিশকর্মীকে রাধেমার সঙ্গে নাচগান করতেও দেখা গেছে ভিডিওতে। যা সামনে আসার পর মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না দিল্লি পুলিশ।
প্রসঙ্গত এই রাধেমা-র বিরুদ্ধে ৩টি মামলা ঝুলছে। তা সত্ত্বেও তাঁকে থানায় পুলিশ কর্মীদের এই আদর আপ্যায়ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিতর্কে জড়ানোর পর বিবেক বিহার থানার পুলিশ জানিয়েছে, রাধেমা ওই পথে রামলীলা অনুষ্ঠানে যাচ্ছিলেন। সে সময়ে ওয়াশরুম ব্যবহারের জন্য থানায় আসেন। এদিকে থানায় চেয়ার ছেড়ে দাঁড়ানো আধিকারিক ও ৫ পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই তাদের পুলিশ লাইনে বদলি করা হয়েছে।