National

ভারতে ডোনাল্ড ট্রাম্পের মন্দিরে ঘটা করে হল পুজো, ফুল মালায় সাজল মূর্তি

মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই খুশিতে ভারতের ট্রাম্প মন্দিরে ভক্তের ঢল। ফুল মালায় সেজে উঠলেন ডোনাল্ড।

শুরু ২০১৮ সালে। ভারতের এক যুবক তাঁর গ্রামের বাড়িতে যে ঘরে তিনি পুজো করতেন, সেই ঘরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুজো শুরু করে দেন। প্রথমে ছবিতে পুজো শুরু করেন।

তার একবছর পর ২০১৯ সালে তিনি তাঁর বাড়ির সামনেই একটি ৬ ফুটের ডোনাল্ড ট্রাম্পের বিশাল মূর্তি বসিয়ে সেই মূর্তির পুজো শুরু করেন। দেবজ্ঞানেই ট্রাম্পের পুজো শুরু হয় সেখানে।


নিয়মিত পুজো হত। দুধ দিয়ে মূর্তিকে স্নান করানো হত। তারপর ফুল দিয়ে সাজানো হয়। অবশেষে পুজো। যেমন মন্দিরে বিগ্রহের ক্ষেত্রে করা হয় সেভাবেই শুরু হয় ট্রাম্প পুজো।

তেলেঙ্গানার জনগাঁও জেলার কোনে গ্রামের যুবক বুসা কৃষ্ণর এই ট্রাম্প পুজো ক্রমে গ্রামের মানুষেরও নজর কাড়ে। গ্রামে বুসার নাম হয়ে যায় ট্রাম্প কৃষ্ণ। পেশায় কৃষক কৃষ্ণ জানান ট্রাম্পের মন্দির ও মূর্তি তৈরি করতে তাঁর ২ লক্ষ টাকা খরচ হয়েছিল।


২০২০ সালে মাত্র ৩৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষ্ণ ইহলোক ত্যাগ করার পর ক্রমে গ্রামে ট্রাম্পের নিয়মিত পুজোয় ঘাটতি শুরু হয়েছিল। কিন্তু কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর ফের কোনে গ্রামে ট্রাম্পের মূর্তি সেজে উঠেছে।

মূর্তিকে সাজিয়ে ফুল মালায় ভরিয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণর তৈরি ওই ট্রাম্প মন্দিরে গ্রামবাসীরা হাজির হয়ে ট্রাম্পের জয়ে আনন্দে মেতে ওঠেন। কৃষ্ণ নেই। তা বলে ট্রাম্পের মূর্তির অযত্ন বা তাঁর জয়ের আনন্দ প্রকাশে কার্পণ্য করেননি কোনে গ্রামের বাসিন্দারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button