সুনামি এলে রেহাই নেই, প্রথমেই তাদের পালা, চিহ্নিত ২৪ গ্রাম
সুনামি আছড়ে পড়লে রক্ষে নেই। প্রথমেই তাদের মুখোমুখি হতে হবে। বেছে নেওয়া ২৪ এখন শান্ত সমুদ্র দেখেও ভয় পাচ্ছে।
এ রাজ্যের গায়েই ঘটে যেতে পারে এমন ঘটনা যা শিহরণ সৃষ্টিকারী ইতিহাস রচনা করতে পারে। ইউনেস্কো-র ইন্টারগভর্নমেন্টাল ওসিয়ানোগ্রাফিক কমিশন এমন ২৪টি গ্রামকে বেছে নিল যাদের দেওয়া হল সুনামি রেডি তকমা।
সুনামির জন্য তৈরি এই ২৪টি গ্রাম পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য ওড়িশায় পড়ছে। ওড়িশার বিস্তীর্ণ সমুদ্র উপকূল ধরে থাকা শত শত গ্রামের মধ্যে এই ২৪টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে সুনামি রেডি হিসাবে।
সুনামি এলে এসব গ্রামের রেহাই নেই। এটা জানার পর আরও আতঙ্কিত এখানকার বাসিন্দারা। কার্যত শান্ত সমুদ্রের দিকে চেয়েও তাঁদের ভয়ে হাড় হিম হয়ে যাচ্ছে। তবে এই সুনামি রেডি তকমায় তাঁদের একটা উপকার হয়েছে। তাঁরা নানাধরনের সাহায্য পাচ্ছেন।
এই ২৪টি গ্রামের মানুষকে সুনামি এলে তাকে ঠেকানোর উপায় শেখানো হচ্ছে। মক ড্রিল করে বোঝানো হচ্ছে সুনামি আছড়ে পড়লে নিজেদের কীভাবে রক্ষা করতে হবে। তার অনুশীলন করানো হচ্ছে।
সুনামি থেকে গ্রামবাসীকে রক্ষা করতে অনেক বুকলেট ও পোস্টার ছাপানো হয়েছে। যা এঁদের মধ্যে বিলি করা হচ্ছে। সুনামি এলে পরিবার নিয়ে সকলে কোন পথে সুরক্ষিত জায়গায় পালাবেন কীভাবে তাও শেখানো হচ্ছে। কীভাবে ফাঁকা করা হবে এলাকা তাও হোর্ডিং দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে।
ওড়িশায় ৩৮১টি এমন সমুদ্র তীরবর্তী গ্রাম রয়েছে যেখানকার বাসিন্দারা যে কোনও সময় সুনামির কবলে পড়তে পারেন। তারমধ্যে যে ২৪টি গ্রামের সবচেয়ে খারাপ পরিস্থিতি তাদের বেছে সুনামি রেডি তকমা দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা