নর্দমা থেকে জল তুলে স্নান করছেন এক ব্যক্তি, কি হয়েছে তাঁর, রাস্তায় ভিড়ে ভিড়
এক মধ্যবয়সী ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে নর্দমা থেকে জল তুলে স্নান করছেন। আবার গানও গাইছেন। রাস্তায় ভিড় জমে গেল কৌতূহলীদের।
এমন ভাবার কোনও কারণ নেই যে তিনি মানসিক ভারসাম্যহীন। তিনি যথেষ্ট সুস্থ। ওই পাড়াতেই থাকেন। মধ্যবয়সী মানুষটি হাতে একটি বালতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তার ধার দিয়ে বয়ে যাওয়া নর্দমার কাছে যান। তারপর বালতি ডুবিয়ে সেই নর্দমা থেকে জল তুলে নেন।
বলার অপেক্ষা রাখে না যে নর্দমা দিয়ে কি পরিমাণ নোংরা জল বয়ে যায়। সেই জল বালতিতে ভরে তিনি এবার মাথায় ঢালতে শুরু করেন। রাস্তার ওপরই তিনি নর্দমা থেকে জল তুলে এভাবে মাথায় ঢেলে স্নান করতে থাকায় অনেকেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়েন।
কেউ কেউ ভিডিও করতেও শুরু করেন। ওই ব্যক্তির অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। তিনি বরং তখন গান গাইতে ব্যস্ত। একটি জনপ্রিয় গানের শব্দকে একটু এদিক ওদিক করে তিনি তখন গাইছেন সকলের চোখ খুলে দেওয়া গান।
যেখানে তিনি এলাকায় দিনের পর দিন ধরে জলাভাব এবং তা নিয়ে প্রশাসনের কোনও হেলদোল না থাকার দিকটি তুলে ধরছেন। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটি শহরে। যা অন্যতম স্মার্ট সিটি বলেই পরিচিত।
কিন্তু সেই শহরের একটা অংশ জুড়ে গত কয়েকদিন ধরেই চলছে চরম জলাভাব। প্রশাসন ৩ দিন জলের সমস্যা চলবে বলে জানালেও তা তার দ্বিগুণ দিন নিয়ে নিয়েছে। তাও বাড়ি বাড়ি জল সরবরাহের দেখা নেই।
প্রশাসনের এই গা ছাড়া ভাবের প্রতিবাদ জানাতেই অনিল নগর এলাকার প্রদীপ বর্মণ এমন এক অভিনব উপায় খুঁজে নিলেন প্রশাসনের চোখ খুলে দেওয়ার জন্য। স্নান করলেন নর্দমার নোংরা জল দিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা