রাস্তা দিয়ে কি রক্তের স্রোত বইছে, এত দুর্গন্ধ কেন, এলাকা জুড়ে ভয়
রাস্তা দিয়ে স্রোতের মত বয়ে যাচ্ছে টকটকে লাল তরল। যা দেখার পর সকলেই ভয় পেয়ে যান। সঙ্গে যুক্ত হয় একটা অচেনা দুর্গন্ধ।
রক্ত এভাবে বয়ে যেতে কেউ দেখেননি। রক্ত এভাবে বইতে থাকলে কি তা থেকে এমনই দুর্গন্ধ বার হয়? সেটাও পরিস্কার নয় কারও কাছে। কিন্তু সিংহভাগ মানুষের কাছেই এটা পরিস্কার হয়ে যায় যে এটা রক্ত। এত রক্ত এল কোথা থেকে?
উত্তর জানার জন্য তো রাস্তায় নামতে হবে। অধিকাংশ মানুষই সে পথে পা বাড়াননি। বরং বাড়ি বা দোকানেই আতঙ্কের মধ্যে সময় কাটাতে থাকেন। রাস্তা দিয়ে তখন সেই লাল টকটকে তরল বয়ে চলেছে নিজের মত।
সেই স্রোত দেখে প্রাথমিক আতঙ্ক কাটিয়ে অবশ্য খবর দেওয়া হয় পুরসভাকে। পুরসভার লোকজন সেখানে উপস্থিত হন। লাল সেই রক্ত তরল তখনও বইছে। পুরকর্মীরা দেখেন সেটা বেরিয়ে আসছে একটি ম্যানহোল থেকে।
ম্যানহোলের মধ্যে এমন কি রক্তাক্ত কাণ্ড ঘটল যে এত রক্ত বাইরে বেরিয়ে আসছে? পুরকর্মীরা সব খতিয়ে দেখার পর অবশ্য সকলকে আশ্বস্ত করেন যে ওটা রক্ত নয়। একেবারে রক্তের মত দেখতে।
আসলে ওটা একটি রাসায়নিক কারখানা থেকে বেরিয়ে আসা বর্জ্য। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। হায়দরাবাদের ভেঙ্কটাদ্রি নগরের বাসিন্দারা এটা জানার পর আশ্বস্ত হন।
এটা জেনে তাঁরা সবচেয়ে খুশি হন যে কোনও রক্তাক্ত কাণ্ড হয়নি। তবে ওই তরল থেকে বেরিয়ে আসা অসহ্য দুর্গন্ধে স্থানীয় অনেকের শ্বাসের সমস্যা হয়। পরে অবশ্য ওই লাল রাসায়নিক বার হওয়া বন্ধ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা