বেনারসি বিকিনি পরে বিয়ের মণ্ডপে তরুণী, সত্যিটা অবশ্য অন্যকিছু
এক তরুণী বিয়ের মণ্ডপে বিকিনি পরে বিয়ে করতে এসেছেন। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এর পিছনে অবশ্য একটি অন্য সত্যি লুকিয়ে আছে।
ভারতে বিয়ে মানেই কনের পরনে বেনারসি। বেনারসি পরে বিয়ে ভারতের এক প্রাচীন রীতি। কনের পরনে বেনারসি থাকবে এটা দেখেই অভ্যস্ত সকলে। এ কনের পরনেও বেনারসিই ছিল। তবে শাড়ি নয়। বেনারসি বিকিনি পরে বিয়ের আসরে হাজির হয়েছিলেন তিনি।
হলুদ বেনারসির বিকিনিতে সামান্য ঢাকা শরীরের নানা জায়গায় মেহেন্দি করা। কনের মুখে হাসি। মাথায় ঝুলছে কনের ভেল। গয়নাও রয়েছে। ভারতীয় বিয়েতে কনকে যেভাবে দেখা যায় সেভাবেই সাজানো ছিলেন তিনি। কেবল একটিই ব্যতিক্রম। বেনারসি শাড়ির জায়গায় ছিল বেনারসি বিকিনি।
তবে কি বিয়েতে কোনও এমন কিছু করতে চেয়েছিলেন তিনি যে গোটা দেশ তাঁর কথা জানতে পারে! বিয়েতে চমক দেওয়ার চেষ্টা এখন প্রায়ই দেখতে পাওয়া যায়। এ চেষ্টা কি তেমনই কিছু!
উত্তরপ্রদেশে এই বিয়ে হয়েছে বলে জানা যায়। এসব দেখে যখন কার্যত চক্ষু চড়কগাছ সকলের, তখনই এর পিছনে লুকিয়ে থাকা সত্যিটা জানতে পারেন সকলে।
এমন কোনও ঘটনা, এমন কোনও বিয়ে কোথাও ঘটেনি বলেই জানতে পারা যায়। আসলে এই ছবি পুরোটাই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত। যা দেখে এমন হইহই পড়ে গিয়েছিল প্রাথমিকভাবে।
পুরোটাই বানানো। এমন কোনও কনে নেই। এমন কোনও বিয়েও হয়নি। ফলে যাঁরা ভারতীয় রীতিনীতি উচ্ছন্নে গেছে বলে ভীত হয়ে পড়েছিলেন তাঁরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।