মেলার নামে জন্ম হল একটা নতুন জেলার, ১২ বছরে একবার আসে এই মেলা
একটি মেলাকে কেন্দ্র করে জন্ম নিল একটি আলাদা জেলা। এ মেলায় পা রাখাও পুণ্যের বলে বিশ্বাস কোটি কোটি মানুষের। ১২ বছরে একবার হয় এই মেলা।
এ মেলা নিছক চেনা মেলা নয়। যদিও তা মেলা হিসাবেই পরিচিত। তবে মেলা চলাকালীন গঙ্গার তীর ধরে এক বিশাল খালি জমিতে তিল ধারণের জায়গা থাকেনা। মেলায় হাজির হন কোটি কোটি মানুষ। দেশ বিদেশ থেকে মানুষের সমাগম হয়।
পুণ্য অর্জনের আশা বুকে করে এখানে হাজির হন বিভিন্ন বয়সের মানুষ। পুণ্যস্নান করে মন আনন্দে ভরিয়ে তোলেন। পুণ্যস্নান হয় ত্রিবেণী সঙ্গমে। যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী মিলেছে, সেই পবিত্র জলভাগে পুণ্যস্নান চলে মেলার সব দিনই।
তবে মেলা চলাকালীন ৪টি এমন দিন থাকে যে দিনে শাহী স্নান হয়। ওইদিন সবচেয়ে বেশি মানুষ স্নান করেন এই জলে। এ মেলা মহা কুম্ভমেলা বলে পরিচিত।
প্রয়াগরাজ জেলায় এই মেলার আয়োজন হয়েছে এবার। প্রয়াগরাজ জেলা হলেও উত্তরপ্রদেশের জেলার তালিকায় যুক্ত হল আরও একটি নতুন জেলা। যার নাম মহা কুম্ভমেলা জেলা।
২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহা কুম্ভমেলা। প্রতি ১২ বছরে একবার হয় এই মহা কুম্ভ। যা কুম্ভমেলার চেয়ে বৃহত্তর। মহা কুম্ভমেলায় হাজির হওয়া, এই মেলা প্রাঙ্গণে পা রাখা, ত্রিবেণী সঙ্গমে স্নান করা বহু মানুষের জীবনে স্বপ্নের মত।
এক গভীর আধ্যাত্মিক বিশ্বাস তাঁদের টেনে আনে এখানে। শত অসুবিধা জয় করেও তাঁরা এখানে হাজির হন পুণ্যের আশায়। মহা কুম্ভমেলাকে কেন্দ্র করে প্রয়াগরাজের যে অংশ মেলা প্রাঙ্গণ হিসাবে ঘিরে ফেলা হয়েছে তা এখন মহা কুম্ভমেলা নামে একটি আলাদা জেলা। যা উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করে দিয়েছে। তবে এই জেলা আস্থায়ী হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা