নাটকের মঞ্চে রাক্ষসের অভিনয় করতে গিয়ে সত্যিই রাক্ষস হয়ে গেলেন অভিনেতা
এমন নাটক বোধহয় কেউ দেখেননি। এক অভিনেতা রাক্ষসের চরিত্রে অভিনয় করার সময় যে এভাবে বাস্তবেই রাক্ষস হয়ে উঠবেন তা কেউ ভাবতেও পারেননি।
মঞ্চে তখন রামায়ণের ঘটনা নিয়ে নাটক পরিবেশিত হচ্ছিল। রামায়ণ দেখতে দর্শকদের ভিড়ও ছিল যথেষ্ট। অভিনেতারা সবাই চরিত্রগুলি ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছিলেন। সেই রামায়ণ নাটকে এক মধ্যবয়সী অভিনেতা রাক্ষসের চরিত্রে অভিনয় করছিলেন।
মঞ্চে রাক্ষসের চরিত্রে অভিনয় বহুবার দেখেছেন মানুষ। কিন্তু এমন রাক্ষস চরিত্রে অভিনয় হয়তো কেউ দেখেননি। ওড়িশার গঞ্জাম জেলার রালাব গ্রামে হওয়া ওই নাটকে রাক্ষসের চরিত্র ফুটিয়ে তুলতে মঞ্চে অভিনয়ের সময়ই একটি জ্যান্ত শুয়োরের পেট চিরে ফেলেন ওই অভিনেতা।
প্রাণ যায় শুয়োরের। তারপর তার পেট থেকে মাংস বার করে মঞ্চেই খান তিনি। যা দেখার পর কার্যত শিউরে ওঠেন দর্শকরা। হইহই পড়ে যায়।
এই ঘটনার ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। বিষয়টি সামনে আসার পর পুলিশ ওই অভিনেতাকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় ওই নাটকের উদ্যোক্তা এক ব্যক্তিকেও। বিষয়টি নিয়ে ওড়িশা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
ওড়িশা বিধানসভাতেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। গ্রেফতার হওয়া অভিনেতা ও নাটকের উদ্যোক্তার বিরুদ্ধে প্রাণিদের প্রতি নিষ্ঠুরতা ও প্রাণি সুরক্ষা আইনের আওতায় মামলা দায়ের হয়েছে।
নিছক দর্শকদের আকর্ষিত করতে গিয়ে এমন এক ভয়ংকরতার আশ্রয় নেওয়ার জন্য সমাজের সব মহলেই ধিক্কারের মুখে পড়েছেন রাক্ষসের ভূমিকায় অভিনয় করতে গিয়ে মঞ্চেই শুয়োরের মাংস খাওয়া ওই অভিনেতা ও নাটকের উদ্যোক্তারা।