National

বরফে মোড়া নদী বলে মনে হলেও সত্যিটা জানলে হাড় হিম হয়ে যাবে

দেশের এই নদীর একটা অংশ দেখে চোখ জুড়িয়ে যেতে পারে। সাদা বরফের টুকরো ভেসে যাচ্ছে নদী জুড়ে। কিন্তু সত্যিটা জানলে রাতের ঘুম উড়ে যেতে পারে।

আর পাঁচটা নদীর মতই এই নদীও বয়ে যেত আপন ছন্দে। সেই প্রবাহ বজায় রয়েছে এখনও। তবে এখন নদীর দিকে চেয়ে দেখলে সেখানে আর জল বয়ে যাচ্ছেনা। বয়ে যাচ্ছে ধবধবে সাদা বরফের টুকরোর মত জিনিস।

দূর থেকে বরফ ভেসে যাচ্ছে বলেই মনে হবে। মনে হবে বরফ যেন জমাট বাঁধা ফেনার মত বয়ে চলেছে নদী জুড়ে। তামিলনাড়ুর হোসুরে দক্ষিণ পেন্নাই নদীর একটা অংশ এমনই সাদা হয়ে গেছে।


কেল্লাভারাপল্লী ড্যাম থেকে জল ছাড়ার পরই এমনভাবে বদলে যায় নদীর চেহারা। দূর থেকে যা দেখে যতই সুন্দর লাগুক না কেন, কাছ থেকে তা ভয়ংকর।

যা শেষ করে দিতে পারে নদীর জলে থাকা জীবন। মানুষের সংস্পর্শে এলে তা ত্বক সহ শরীরের ক্ষতি করতে পারে। পরিবেশ দূষণেও তা এক বড় ভূমিকা নিতে পারে।


কি ওই সাদা বরফের মত জমাট বাঁধা ফেনা? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন ওগুলো আসলে নানা কারখানা থেকে বের হওয়া রাসায়নিক। যা ফোমের মত হয়ে ভাসছে ওই নদীর জলে।

ওই সাদা ফেনা অত্যন্ত ক্ষতিকর। কর্ণাটক লাগোয়া এই নদীর জলে কর্ণাটকের বিভিন্ন রাসায়নিক কারখানা থেকেই বর্জ্য বার হয়ে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

এমনও অভিযোগ যে হালে হওয়া প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে কর্ণাটকের রাসায়নিক কারখানাগুলি রাসায়নিক বর্জ্য ছেড়ে দিয়েছে নদীর জলে।

তারপর ড্যাম থেকে জল ছাড়ার পরই তা তামিলনাড়ুতে ঢুকে পড়ে দক্ষিণ পেন্নাই নদীর জলে মিশে। কীভাবে এই রাসায়নিক মিশ্রিত জলকে পরিচ্ছন্ন করা যায় তার চেষ্টা চলছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button