নতুন চিন্তার নাম দুধ চুরি, ভোর হলেই ভ্যানিস হচ্ছে প্যাকেট
চোর চুরি করার হলে দামি জিনিস চুরি করে। তা বলে দুধ চুরি করবে? এমনও যে হতে পারে তা তো দেখাই যাচ্ছে।
ব্যস্ত শহরে দুধের প্যাকেট ভোরেই পৌঁছে যায় বাড়ি বাড়ি। সংবাদপত্র ও দুধের প্যাকেট সকালেই মানুষের বাড়িতে হাজির হয়। এটাই সর্বত্র চলে আসছে। এটার সঙ্গেই সকলে অভ্যস্ত। তাই সংবাদপত্র ও দুধ বিক্রেতারা সবচেয়ে ব্যস্ত থাকেন ভোরে।
এমনই ভোরে এক দুধ বিক্রেতা রাস্তার ধারে ক্রেটে দুধের প্যাকেট রেখে বিক্রি করেন। সকলেই তাঁকে চেনেন। অনেকেই তাঁর কাছ থেকে দুধ কেনেন। তিনি দেখেন ভোরেই তাঁর রাস্তার ধারে রাখা দুধের একটি ক্রেট ভ্যানিস হয়ে গেছে।
জানা যায় বাইকে করে একাধিকজন এসে ওই ক্রেটটি তুলে নিয়ে চম্পট দেয়। নানাধরনের চুরির কথা মানুষ শুনেছেন, কিন্তু দুধ চুরির ঘটনা এভাবে শোনা যায়না।
বেঙ্গালুরু শহরে কিন্তু সেই দুধ চুরি এক নতুন চিন্তার কারণ হয়েছে। এক জায়গায় যেমন দুধের ক্রেট নিয়ে পালিয়েছে বাইকে আসা কয়েকজন, তেমন শহরের অন্য প্রান্তে দেখা গেছে একাধিক মহিলাকে দুধ চুরি করতে।
অনেকেই বাড়ির বাইরে ব্যাগ ঝুলিয়ে দেন ভোরে। দুধ বিক্রেতা এসে তাতে দুধ পুরে চলে যান। গৃহস্থ পরে ব্যাগটি তুলে নেন দুধের প্যাকেট সমেত। এটাই চলে আসছে অনেক জায়গায়।
সেখানে সিসিটিভিতে দেখা গেছে একাধিক মহিলা এই ব্যাগে ভরা দুধের প্যাকেট নিয়ে চম্পট দিচ্ছেন। বেঙ্গালুরু শহরেরই ২ প্রান্তে এভাবে দুধ চুরি ভাবাচ্ছে পুলিশকে।
তবে কি কোনও দুধ চুরি চক্র সক্রিয় হয়েছে। কিন্তু দুধ চুরি করে কতই বা লাভ করতে পারবে তারা? সে প্রশ্নও উঠছে। তাহলে কেন এভাবে দুধ চুরি? কুল কিনারা মিলছে না।
রহস্যভেদ হলেই জানা যাবে কেন এই দুধ চুরির প্রবণতা। তবে এই দুধ চুরি কিন্তু বেঙ্গালুরুর দুধ বিক্রেতা থেকে সাধারণ মানুষের জন্য এক নতুন চিন্তার কারণ হয়েছে।