National

২০৫০ সালে দেশে বয়স্কদের সংখ্যা লম্বা লাফ দেবে, কত হবে তাও জানা গেল

ভারত কি ক্রমশ বয়স্কদের দেশে পরিণত হচ্ছে। অন্তত যে গতিতে বয়স্কদের সংখ্যা দেশে বাড়ছে তাতে ২০৫০ সালে সেটাই হতে পারে। সংখ্যাটা সেখানেই পৌঁছতে চলেছে।

বর্তমানে ভারতে বয়স্কদের সংখ্যা ১০ কোটি ৪০ লক্ষ জন। এই সংখ্যাটা আগামী দিনে হুহু করে বাড়তে চলেছে। অন্তত পরিসংখ্যান তাই বলছে।

এভাবে আর ২৫ বছর পর ২০৫০ সালে সেই সংখ্যাটা যেখানে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে তা বেশ চমকপ্রদ। কিন্তু দেশে বয়স্ক মানুষজনের এই সংখ্যাবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে তাঁদের ভাল রাখা, সুস্থ রাখাও জরুরি।


বয়স্ক মানুষরা যতদিন বাঁচবেন ততদিন তাঁদের সচল থাকা, বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করা এবং পরিবারের পাশে থাকা নিশ্চিত করতে তাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

কারণ হিসাব বলছে ২০৫০ সালে ভারতে বয়স্ক নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়াতে চলেছে ৩১ কোটি ৯০ লক্ষ জন। মাত্র ২৫ বছরের ব্যবধানে ১০ কোটি থেকে লাফ দিয়ে প্রায় ৩২ কোটি বয়স্ক মানুষের বাস হতে চলেছে ভারতের মাটিতে।


তাঁদের সুস্থ ও সুরক্ষিত জীবন দেওয়াটা একটা চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। শুধু ভারত বলেই নয়, দেখা যাচ্ছে বিশ্বজুড়েই একবিংশ শতাব্দীর অন্যতম চ্যালেঞ্জ হল বাড়তে থাকা বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

বয়স্কদের বিভিন্ন অসুখ থেকে দূরে রাখতে তাঁদের নিয়মিত যোগচর্চায় জোর দিচ্ছেন পদ্মশ্রী প্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ সুভাষ মনচন্দা। যোগচর্চা বয়স্কদের মধ্যে বিভিন্ন অসুখের প্রবণতায় রাশ টানবে বলেই মনে করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button