National

গাড়িতে বেল্ট না পরায় ২.৪ কোটি টাকা জরিমানা আদায়

গাড়িতে বেল্ট পরাটা বাধ্যতামূলক। চালক এবং সামনের সিটে যিনি বসবেন তাঁর জন্য তো আবশ্যিক। সেই আইন ভঙ্গে প্রায় আড়াই কোটি জরিমানা আদায়।

গাড়িতে যাওয়ার সময় চালকের আসনে যিনি থাকেন তাঁর জীবন সুরক্ষিত করতেই সিট বেল্ট। সামনের আসনে যিনি চালকের পাশে বসেন তাঁর জীবনের সুরক্ষাও অনেকটা নির্ভর করে সিট বেল্টের ওপর। তাঁদের সুরক্ষিত করতেই সিট বেল্ট।

আর তা বাধ্যতামূলক করে পুলিশ কার্যত তাঁদের উপকারই করছে। কারণ অধিকাংশ দুর্ঘটনায় প্রাণ যাওয়ার কারণ হয় সিট বেল্ট না ব্যবহার করা। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার সময় এয়ারব্যাগ খোলে না। ফলে প্রাণ যায় চালকের।


যদি তিনি সিট বেল্ট ব্যবহার করেন তাহলে কিছুটা হলেও দুর্ঘটনায় ঝুঁকি কমে। কিন্তু এর পরেও কিছু ক্ষেত্রে দেখা যায় গাড়ির চালকের আসনে যিনি বসে আছেন তিনি সিট বেল্ট পরেননি।

এমনটা দেখা গেলে পুলিশ তাঁকে জরিমানা করে। ট্রাফিক আইন মেনেই তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। সিট বেল্ট না থাকায় গুরুগ্রাম শহরে ট্রাফিক পুলিশ জরিমানা করল ২ কোটি ৪১ লক্ষ টাকা।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত গুরুগ্রামে ট্রাফিক পুলিশের তরফ থেকে বিশেষ একটি অভিযান চালানো হয়। শহরের রাস্তায় সিট বেল্ট না থাকায় চালকদের জরিমানা করা হয়। মোট ২৪ হাজার চালককে জরিমানা করা হয়।

সেই জরিমানার অঙ্ক ২ কোটি ৪১ লক্ষ টাকা। তবে একদিকে যেমন সিট বেল্ট না থাকলে জরিমানা করা হয়, তেমনই বছরভর পথ সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে নানা উদ্যোগের আয়োজন করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button