National

বহু বছর পর এমন দৃশ্য দেখল শৈলশহর, বাসিন্দারা বিশ্বাসই করতে পারছেন না

বহু বছর পার হয়ে গেছে। তবে এ দৃশ্য চোখে ধরা দেয়নি। বহু বছর পর এমন দৃশ্য দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না শহরবাসী।

ভারতের পর্যটনস্থলের নাম বললে যে কয়েকটি নাম এক নিমেষে মনে আসে তার একটি অবশ্যই সিমলা। যার টান বাঙালি তো বটেই, দেশের অন্যান্য প্রান্তের মানুষও সমানভাবে অনুভব করেন। সিমলা বেড়াতে যাওয়ার ইচ্ছা সব বাঙালির মনেই থাকে।

শীতের দিনে সিমলায় বরফ দেখতে যাওয়ার ইচ্ছা যেমন কাজ করে, তেমন গ্রীষ্মের সময় প্রখর দাবদাহ থেকে বাঁচতে কয়েকটা দিন সিমলায় কাটিয়ে আসতে চান মানুষজন।


সিমলা এখন বরফের চাদরে মুড়তে মুড়তে জানুয়ারি হয়ে যায়। ডিসেম্বরে সিমলায় তুষারপাত প্রায় হয়না বললেই চলে। সেখানে ডিসেম্বরের প্রথমদিকে তো নয়ই। বহু বছরেও সিমলায় ডিসেম্বরের শুরুর দিকে তুষারপাত হয়নি। তবে এবার হল।

এবার ইতিমধ্যেই বরফের চাদরে মুড়েছে সিমলা। মরসুমের প্রথম তুষারপাত দেখে ফেলেছেন সিমলাবাসী। আর তা দেখার পরই হতবাক হয়েছেন।


কারণ সিমলায় এমন সময় তুষারপাত ভাবনার অতীত তাঁদের কাছে। ডিসেম্বরেই অনেক সময় বরফের দেখা মেলেনা, ডিসেম্বরের শুরুতে তুষারপাত তো দুরস্ত।

এবার কিন্তু বহু বছর পর সিমলায় ডিসেম্বরের শুরুতেই তুষারপাত হল। যা এখানকার হোটেল ব্যবসায়ী থেকে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে। কারণ সিমলায় তুষারপাতের খবর পেলেই দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলি থেকে মানুষজন হাজির হতে থাকেন সিমলায়।

অনেকে গাড়ি নিয়েই চলে আসেন এখানকার বরফ উপভোগ করতে। এবার আগেভাগেই তুষারপাতের ফলে তাঁদের মরসুম আগে থেকেই শুরু হয়ে যাবে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button