এবার দক্ষিণ ভারতেও শৈত্যপ্রবাহ, জারি হলুদ সতর্কতা, ৭ ডিগ্রি ছুঁল পারদ
ভারতে ঠান্ডা যথেষ্টই পড়ে। তবে তা কাশ্মীর বা উত্তর ভারতের কোনও জায়গা হলে কথা ছিল। দক্ষিণ ভারতে তুলনায় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। এবার সেখানেও শৈত্যপ্রবাহ।
দক্ষিণ ভারতে হাড় কাঁপানো ঠান্ডা বড় একটা দেখা যায়না। দক্ষিণ ভারতে শীতের সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে বলেই সকলে পরিচিত। বরং অনেক সময় তামিলনাড়ুর মত জায়গায় ডিসেম্বরেও ভালই বৃষ্টি হয়ে থাকে।
সেখানে দক্ষিণ ভারতের আর এক রাজ্য তেলেঙ্গানা এখন হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে। তেলেঙ্গানার অনেক জায়গাতেই পারদ ১০ ডিগ্রির নিচে নেমে গেছে। যা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম।
তেলেঙ্গানা রাজ্যের গড় পারদ ১৪.৩ ডিগ্রিতে নেমে গেছে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। আদিলাবাদ জেলার বেলা নামে জায়গায় পারদ ছুঁয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর তেলেঙ্গানা বেশি ঠান্ডায় কাবু। অনেক জায়গাতেই পারদ ১০ ডিগ্রির নিচে ঘোরাফেরা করছে। শৈত্যপ্রবাহ চলছে অনেক জায়গায়। শৈত্যপ্রবাহের কথা বিবেচনা করে তেলেঙ্গানার আদিলাবাদ, কুমুরাম ভীম আসিফাবাদ, মানচরিয়াল এবং নির্মল জেলায় হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর এবং উত্তর পূর্ব থেকে ঠান্ডা হাওয়া বেশ নিচ দিয়েই বইছে বলে জানিয়েছেন আবহবিদেরা। ফলে ঠান্ডা হাড় কাঁপিয়ে দিচ্ছে।
এমন চিত্র কাশ্মীর, হিমাচল, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা বা রাজস্থানে হলেও কথা ছিল। কিন্তু দক্ষিণ ভারতের তেলেঙ্গানায় এই সময় এতটা নিচে পারদ বেশ চমকপ্রদ।
তবে তেলেঙ্গানা কাঁপছে। বিশেষত তার উত্তর ভাগ। ফলে তেলেঙ্গানা এখন প্রবল শীতের কবলে। ফলে মানুষকে ঠান্ডার হাত থেকে বাঁচতে মোটা গরম পোশাকে শরীর মুড়তে হচ্ছে।
অনেক জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টাও নজর কেড়েছে দক্ষিণ ভারতের এই স্থলভাগ ঘেরা রাজ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা