নিষেধাজ্ঞা সত্ত্বেও সিংহের সঙ্গে সেলফি তুলে বিপাকে পড়লেন ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দর জাদেজা। চলতি সপ্তাহে ২ দিনের জন্য গির অভয়ারণ্যে বেড়াতে গিয়েছিলেন জাদেজা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। অভিযোগ সেখানে বেশ কয়েকটি সিংহের সঙ্গে খুব কাছ থেকে সেলফি তোলেন সস্ত্রীক জাদেজা। সেই ছবি ভাইরালের মত ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক। বারণ থাকা সত্ত্বেও কি করে তিনি এমন কাণ্ড করলেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভয়ারণ্যের দায়িত্বে থাকা কর্মীরা কেন তাঁকে বারণ করেননি তা নিয়েও প্রশ্ন উঠছে। বন দফতরের নিয়ম হল গির অভয়ারণ্যে সাফারিতে গিয়ে কেউ গাড়ি থেকে নেমে সিংহের সঙ্গে সেলফি তুলতে পারবে না। কিন্তু সেই নিয়ম যে জাদেজা ভেঙেছেন তা ছবি থেকেই স্পষ্ট বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিতর্ক মাথা চাড়া দেওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে গুজরাটের বন দফতর। শুরু হয়েছে তদন্ত।
Leave a Reply