National

মাটি খুঁড়তে উঁকি দিল ৪ স্তরের ঐতিহাসিক ভাভ, তৈরির কারণও চমকপ্রদ

দেশজুড়ে নানা প্রান্তে এমন অনেক কিছুই মাটির তলায় লুকিয়ে আছে যা নিজেই একটা ইতিহাস। তেমনই এক ৪ স্তরের ধাপযুক্ত ভাভ-এর খোঁজ মিলল মাটি খুঁড়ে।

একটি সংগঠনের কাছ থেকে আবেদনটা আসে। তা পড়ার পর বিষয়টি উড়িয়ে দেননি জেলাশাসক। তিনি খননকার্যের নির্দেশ দেন। এক মাসও হয়নি এখানে একটি প্রাচীন মন্দিরের খোঁজ মিলেছে। তাই এখানে মাটির তলায় আরও কিছু যে লুকিয়ে থাকতেই পারে তা উড়িয়ে দেওয়ার নয়।

খনন শুরু হয়। ৪৫ ঘণ্টা ধরে খনন চলার পর এই খোঁজ যে বৃথা নয় তা প্রমাণিত হয়। মাটির তলা থেকে উঁকি দেয় একটি নির্মাণ। কি রয়েছে সেখানে? আরও খনন শুরু হয়। তবে খুব সাবধানে। নির্মাণ নষ্ট না করে।


আর তা করতে গিয়েই বেরিয়ে আসে একটি স্টেপওয়েল। হাজির হন উত্তরপ্রদেশের সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া। তিনি সাংবাদিকদের জানান, এখনও পুরো খনন সম্পূর্ণ হয়নি।

তবে মনে করা হচ্ছে মোট ৪টি স্তর রয়েছে। ৪টি স্তরের স্টেপওয়েল। যা রাজা বিলালির মাতামহের সময় তৈরি হয়েছিল। সিপাহি বিদ্রোহের সময় গোপন বৈঠকে এটি ব্যবহার হত।


লক্ষ্মণগঞ্জ এলাকায় খনন করে এর আগে প্রাচীন বাঁকেবিহারী মন্দিরের খোঁজ মিলেছে। তারই কাছে মিলল এই স্টেপওয়েলের খোঁজ। বিস্তীর্ণ একটা করে ধাপ। এভাবেই ধাপে ধাপে নেমে নিচে পুকুর। এটাই স্টেপওয়েলের ধারনা।

রাজ পরিবার এই ধরনের স্টেপওয়েল তৈরি করে ব্যবহার করত। এই স্টেপওয়েলের খোঁজ পাওয়া গেলেও আপাতত তা পুরোটা মাটির তলা থেকে বার করে আনতে স্থানীয় পুরসভাকে দায়িত্ব দিয়েছেন জেলাশাসক। এখনই তিনি এই স্টেপওয়েল এএসআই-য়ের হাতে তুলে দিতে চাইছেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button