খাবার কম পড়েছে, বিয়ের মাঝখান থেকে উঠে বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন বর
কনের বাড়ি থেকে আপ্যায়নে তেমন ত্রুটি ছিলনা। কিন্তু বিয়ে চলাকালীন বরযাত্রীরা অভিযোগ করেন খাবার কম। শুনে এক বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন বর।
বিয়ে আয়োজনে ত্রুটি ছিলনা। বর ও বরযাত্রী সঠিক সময়েই বিয়ে করতে হাজির হন। বিয়েও শুরু হয়। এদিকে বিয়ে চলাকালীন আচমকা বরযাত্রীরা হইচই শুরু করেন। তাঁরা অভিযোগ করেন তাঁদের জন্য পর্যাপ্ত খাবারের বন্দোবস্ত করেননি কনেপক্ষ।
বরযাত্রীদের অভিযোগ কানে যায় বিয়েতে ব্যস্ত বরেরও। যা শুনে বর আচমকা রেগে যান। তিনি বিয়ের মাঝপথ থেকেই উঠে পড়েন। কেন খাবার কম সে প্রশ্ন তুলে বর বিয়ে ছেড়ে বরযাত্রীদের নিয়ে বিবাহ মণ্ডপ থেকে বেরিয়ে যান।
কিন্তু এখানেই তিনি থামেননি। বর সেখান থেকে বেরিয়ে তাঁরই এক আত্মীয়াকে সেই রাতেই বিয়ে করেন। খাবার কম পড়েছে এই অভিযোগে বিয়ে মাঝপথে ফেলে বেরিয়ে গিয়ে অন্য মেয়েকে বিয়ে করার ঘটনা কনেপক্ষেরও কানে পৌঁছয়।
কনে পক্ষের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এও অভিযোগ করা হয় যে বরপক্ষ ১ লক্ষ ৬০ হাজার টাকা তাঁদের কাছ থেকে নিয়েছেন।
উত্তরপ্রদেশের চান্দাউলি জেলার হামিদপুর গ্রামের এই ঘটনা রীতিমত আলোড়ন ফেলে দেয় এলাকা জুড়ে। পুলিশ ২ পক্ষকে এরপর ডেকে পাঠায়। সেখানে বরপক্ষের তরফে ওই টাকা কনেপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
বিনিময়ে কনেপক্ষ বরপক্ষের ওপর থেকে সব অভিযোগ প্রত্যাহার করে নেয়। কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়ে মুখে মুখে। বিভিন্ন সংবাদমাধ্যমেও এই খবর প্রচারিত হয়।