গরুর গাড়ি বাঁচাল কোটি টাকার ফেরারি গাড়িকে
বিশ্বে যাঁরা দামি গাড়ি চড়েন, তাঁদের তালিকায় এ গাড়ির নাম থাকে। বিশ্বখ্যাত সেই গাড়িকে এবারের মত বাঁচিয়ে দিল একটি গরুর গাড়ি।
বিশ্বজুড়ে গাড়ির কোম্পানি এবং মডেলের অভাব নেই। তবে তার মধ্যে যে হাতেগোনা কয়েকটি নাম বর্ধিষ্ণু বলে বিবেচিত হয় তার মধ্যে অবশ্যই ফেরারি একটি। বিশ্বের অনেক নামীদামী মানুষ ফেরারি কেনার প্রতি আগ্রহ দেখিয়ে থাকেন।
তাঁর একটি ফেরারি গাড়ি রয়েছে এটা সামাজিক প্রতিপত্তির দিকটিও উজ্জ্বল করে। তেমনই একটি ফেরারি গাড়ি সমুদ্রের ধারে বালিতে আটকে গিয়েছিল। অনেক চেষ্টা করেও তাকে বালি থেকে তোলা যাচ্ছিল না।
মহারাষ্ট্রের রায়গড় সমুদ্রসৈকতে ফেরারির মত গাড়ি আটকে পড়ায় অনেকেরই তা নজর কাড়ে। আশপাশের অনেকে চেষ্টাও করেন ঠেলা দিয়ে সেটিকে বালি থেকে বার করে আনার। কিন্তু সব চেষ্টাই বিফল হয়।
সেইসময় সেখানে থাকা একটি গরুর গাড়ির দিকে নজর যায়। ২টি গরুতে টানা গরুর গাড়িটি কার্যত পরিত্রাতা হিসাবে যেন সামনে এসে পড়ে। গরুর গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বালিতে ঢুকে যাওয়া বহুমূল্য ফেরারি গাড়িটিকে বেঁধে ফেলা হয়।
তারপর গরুর গাড়ি টেনে সেটিকে বালি থেকে তুলে আনে। কিছুটা বালির পথ দড়ি দিয়ে টেনে এগিয়েও দেয়। ফলে এ যাত্রায় গরুর গাড়ির জন্য ফেরারি গাড়িটি রক্ষা পেল।
স্থানীয় এক মামুলি গরুতে টানা গরুর গাড়ি যে ফেরারিকে কখনও রক্ষা করবে তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি। গাড়ি কুলের বর্ধিষ্ণু কুলীন ফেরারি চিরকাল কৃতজ্ঞ হয়ে রইল অতি মামুলি আপাত ব্রাত্য গরুর গাড়ির প্রতি। বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে সময় নেয়নি।