বাথরুমে গিয়ে মিলিয়ে গেল কনে, মাথায় হাত হবু বরের
বিয়ে চলাকালীনই কনে জানায় তাকে একবার বাথরুম যেতে হবে। বাথরুমের দিকে চলে গেলেও তারপর কোথায় যেন মিলিয়ে গেল সে। হতভম্ব হবু বর।
প্রথম স্ত্রীর অকাল বিয়োগের পর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন বছর ৪০-এর এক ব্যক্তি। পাত্রী দেখা শুরু হয়। এক ব্যক্তি তাঁকে এক পাত্রীর খোঁজ এনে দেন। পাত্রী পছন্দ হয় ওই ব্যক্তির। সেই ঘটক এজন্য ৩০ হাজার টাকাও নেন।
স্থির হয় কোনও জাঁকজমক নয়, স্থানীয় শিব মন্দিরেই বিয়েটা হবে। শিব মন্দিরে সেইমত সঠিক সময়ে পাত্র হাজির হন। মায়ের সঙ্গে হাজির হয় কনেও। বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব পাত্রই কাঁধে তুলে নিয়েছিলেন।
পাত্রী আসতে ওই ব্যক্তি তাঁর হাতে শাড়ি, গয়না, প্রসাধন সামগ্রি সব তুলে দেন। বিয়ে শুরু হয়। আর বিয়ে শুরু হওয়ার পরই কনে জানায় তাকে একবার বাথরুম যেতে হবে। বিয়ের মাঝেই কনে বাথরুমে চলে যায়।
বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও সে না ফেরায় পাত্র সহ সকলেই বাথরুমের দিকে যান। দেখেন বাথরুমে কেউ নেই। পাত্রী মিলিয়ে গেছে। সঙ্গে তার মাকেও খুঁজে পাওয়া যায়নি।
মাথায় হাত পড়ে বরের। দামি গয়না, শাড়ি সহ নানা সামগ্রি নিয়ে এভাবে যে বিয়ের মাঝেই পাত্রী চম্পট দেবে তা ভাবতেও পারেননি পেশায় কৃষক ওই ৪০ বছরের ব্যক্তি। তিনি বুঝতে পারেন তাঁকে ঠকিয়ে সব নিয়ে পাত্রী পালিয়ে গেছে।
তিনি মোবাইলে থাকা পাত্রীর ছবি দেখিয়ে আশপাশে খোঁজ করেন। কিন্তু কেউই সেই মহিলার খোঁজ দিতে পারেননি। ঘটনার কথা সাংবাদিকদের জানান ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।