দক্ষিণ ভারতের গুহাচিত্রে সিন্ধু তীরের ছোঁয়া আজও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের
সিন্ধু সভ্যতার সঙ্গে ভারতের যোগ তো রয়েছেই, কিন্তু তা দক্ষিণ ভারতের নানা প্রান্তে কতটা প্রভাব ফেলেছিল তার একটা নিদর্শন গুহার মধ্যে পাওয়া গিয়েছিল।
সিন্ধু সভ্যতার নিদর্শন উত্তর ভারত তো বটেই, সেই সঙ্গে গুজরাট, মহারাষ্ট্রেও পাওয়া গিয়েছে। ফলে তার বিস্তৃতি যে কেবল একটি জায়গায় আটকে থাকেনি তা পরিস্কার। কিন্তু সিন্ধু সভ্যতার সময়ের যে পরিচিত শিলালিপি পাওয়া যায় তা কিন্তু তামিলনাড়ুতে পাওয়া যায়।
কৃষ্ণগিরি জেলার নারি কুগাই এলাকায় কয়েকটি গুহাচিত্র আবিষ্কৃত হয় ২০২১ সালে। সেখানে এমন কিছু গুহাচিত্র নজর কাড়ে গবেষকদের যা রীতিমত তাঁদের হতবাক করে দিয়েছিল।
কারণ সিন্ধু সভ্যতার সময় যে শিলালিপি এবং শিলার ওপর খোদাই করা চিহ্ন দেখা যেত হুবহু সেটাই দেখা যায় এই গুহার দেওয়ালে। কীভাবে সিন্ধু সভ্যতার সঙ্গে তামিলনাড়ুর এই যোগসূত্র তৈরি হল তা জানার চেষ্টা শুরু করেন গবেষকেরা।
এই ছবি প্রায় ৪ হাজার বছর পুরনো বলে মনে করছেন গবেষকেরা। সাদা রং-এর ব্যবহার সে সময় প্রচলিত ছিল। সেই সাদা রং ব্যবহার করেই গুহার গায়ে এই ছবি আঁকা হয়। যা আজও স্পষ্ট।
এই গুহাচিত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিন্ধু সভ্যতার সঙ্গে তামিলনাড়ুর যোগাযোগ খুঁজে পেতে। গবেষকেরা এটাও জানান যে এই গুহাচিত্র তামিলনাড়ুতে বসবাসকারী প্রাচীন যুগের মানুষের কথাও তুলে ধরে।
সেই সময় যে সেখানে মানুষের বসবাস ছিল, তা এ থেকে পরিস্কার। এমনকি ছবিগুলি দেখে তাঁদের জীবনযাত্রার আভাস পাওয়ার চেষ্টা করছেন প্রত্নতাত্ত্বিকরা।