একটা বানান ভুলে ভেস্তে গেল সাজানো ছক, মিলল না টাকা
একটা বানান ভুল গুছিয়ে তৈরি করা ছক নিমেষে ভেস্তে দিল। ভেবেচিন্তে তৈরি ছক ভেস্তে গেল, টাকাও পেল না যুবক।
এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে। একটি অচেনা নম্বর থেকে মেসেজ। তিনি খুলে চমকে ওঠেন। লেখা আছে তাঁর ভাইকে তুলে নিয়ে যাওয়া করা হয়েছে। ভাইকে ফেরত পেতে চাইলে নগদ ৫ হাজার টাকা দিতে হবে।
এখানেই শেষ নয়। তাঁর ফোনে একটি ছোট্ট ভিডিও ক্লিপও আসে। যেখানে দেখা যায় তাঁর ভাই বছর ২৬-এর যুবক সন্দীপ বাঁধা অবস্থায় এক জায়গায় পড়ে আছে। ভাইয়ের এহেন অবস্থা দেখে ভয় পেয়ে যান ওই ব্যক্তি। ছোটেন পুলিশের কাছে।
পুলিশ আধিকারিকরা ওই মেসেজটি ভাল করে পরীক্ষা করে দেখেন। তাঁদের ২টি বিষয়ে খটকা লাগে। এক ডেথ বানানটা ডিইএটিএইচ না লিখে লেখা হয়েছে ডিইটিএইচ।
ফলে সন্দীপকে তুলে নিয়ে যাওয়ারা তেমন শিক্ষিত নয় বলেই মনে হয় পুলিশের। সেই সঙ্গে তারা কেবল ৫ হাজার টাকা মুক্তিপণ চাইছে কেন এটাও ভাবায় পুলিশকে।
পুলিশ এরপর ওই যুবকের মোবাইল টাওয়ার লোকেশনের খোঁজ করে সে কোথায় তা জানতে পারে। সেখানে পৌঁছে পুলিশ দেখে কেউ কোথাও নেই। কেবল সন্দীপ সেখানে রয়েছে।
পুলিশ তাকে এরপর মুক্তিপণ চেয়ে মেসেজটি লিখতে বলে। লিখতে গিয়ে একই ভুল করে পেশায় শ্রমিক সন্দীপ। ডেথ বানানটা ডিইএটিএইচ না লিখে ডিইটিএইচ লেখার ভুলটা করে সে।
পুলিশের কাছে পরিস্কার হয়ে যায় সবকিছু। পেশায় কন্ট্রাক্টর দাদার কাছ থেকে ৫ হাজার টাকা হাতাতে নিজেই নিজেকে তুলে নিয়ে যাওয়ার ছক কষে সন্দীপ। তারপর নিজেই দাদাকে মেসেজ পাঠায়।
সেই মেসেজের ভুল বানানেই তার তৈরি করা ছক ভেস্তে গেল। গারদের পিছনে জায়গা হয়েছে সন্দীপের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোই জেলায়।