আকাশে যুদ্ধবিমানের প্রদর্শনী, তার জন্য মাংস ও আমিষ খাবারের দোকান বন্ধের নির্দেশ
ভারতীয় বায়ুসেনার শক্তি প্রদর্শিত হবে এরো ইন্ডিয়া শোতে। দেশের এই গর্বের প্রদর্শনীর জন্য টানা বন্ধের নির্দেশ মাংস ও আমিষ খাবারের দোকানের। রয়েছে বিশেষ কারণ।
ভারতীয় বায়ুসেনার বিভিন্ন যুদ্ধবিমান উড়বে আকাশে। দেখা যাবে তাদের কসরত। প্রতি ২ বছরে একবার এই এরো ইন্ডিয়া শো দেখার জন্য মুখিয়ে থাকেন দেশবাসী। দেশের মানুষের জন্য এ এক গর্বের মুহুর্ত। যেখানে ভারতীয় বায়ুসেনা তার প্রতিরক্ষা শক্তি তুলে ধরে সকলের সামনে।
বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। এবার এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এজন্য আগামী ২৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনের ১৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের মাংসের দোকান ও আমিষ খাবারের দোকান, হোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরু পুরসভা।
পুরসভার তরফে নোটিস জারি করে জানিয়ে দেওয়া হয়েছে ১৩ কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দা ও বিক্রেতাদের জানানো হচ্ছে সব ধরনের মাছ, মাংসের দোকান বন্ধ রাখতে হবে। যেসব দোকান আমিষ খাবার বিক্রি করে তাদের আমিষ খাবার বিক্রি বা পরিবেশন বন্ধ রাখতে হবে।
আকাশে হবে যুদ্ধবিমানের প্রদর্শনী! তার জন্য ১৩ কিলোমিটার জুড়ে আমিষ খাবারের দোকান বন্ধ থাকবে কেন? অনেকের মনেই এই প্রশ্ন জাগবে। এর উত্তরও সামনে এসেছে।
জানানো হয়েছে, আমিষ খাবারের উচ্ছিষ্ট বা ফেলে দেওয়া অংশ বিশেষ খাওয়ার টানে উড়ে আসে কয়েক ধরনের পাখি। যার মধ্যে রয়েছে চিল বা এমন ঝাড়ুদার পাখিরা।
মাছ, মাংসের দোকান থাকলে সেখান থেকে রাস্তায় পড়বে। আমিষ খাবারের দোকান থেকে উচ্ছিষ্টও রাস্তায় পড়তে পারে। এসবের টানে এমন পাখিরা উড়ে এলে প্রদর্শনীতে ওড়া বিমানগুলির সঙ্গে ধাক্কার একটা সম্ভাবনা থেকে যাবে। যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এসব পাখিরা যদি খাবারই না পায়, তাহলে তারা আর এখানে আসার চেষ্টা করবেনা। বরং যেখানে খাবার পাবে সেখানে যাবে। এতে ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনের আশপাশের আকাশে এসব পাখিরা ওড়াউড়ি করবেনা।
এড়ানো যাবে বিপদ। কার্যত সুরক্ষার কথা মাথায় রেখেই এই নির্দেশ দিয়েছে বেঙ্গালুরু পুরসভা। এই নির্দেশ না মানলে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে।