রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল
রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। তাই আর ঝুঁকি না নিয়ে জম্মু কাশ্মীরের গ্রামে কেন্দ্র বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। তারা গ্রামে পৌঁছে রহস্যের জট খোলার চেষ্টা করবে।
খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নড়েচড়ে বসেছে। খোঁজের চেষ্টা চলছে কীভাবে এ কাণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই তাই নির্দেশ দিলেন কেন্দ্রীয় দল পাঠানোর। যাতে রহস্যের জট দ্রুত খোলা সম্ভব হয়। অমিত শাহের নির্দেশে ১৬ জনের এক কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল এখন রাজৌরির বুধাল গ্রামে তাদের তদন্ত চালাবে।
গত ৮ ডিসেম্বর থেকে বুধাল গ্রাম ক্রমে খবরের শিরোনামে জায়গা করে নেয়। ৮ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ওই গ্রামের ১৬ জনের প্রাণ গেছে। এর মধ্যে শিশুরাও রয়েছে।
দেখা গেছে গ্রামের ৩টি পরিবারের সদস্যদেরই এভাবে প্রাণ যাচ্ছে। তাদের দেহে কি কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়া থাবা বসিয়েছে? এজন্য পরীক্ষা হয়।
কিন্তু তাদের দেহে না তো ভাইরাস আর না কোনও ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে। তাহলে এমনটা হচ্ছে কেন? পরীক্ষায় একধরনের বিষাক্ত বস্তুর খোঁজ মিলেছে এঁদের দেহে।
স্থানীয় চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন এই বিষাক্ত পদার্থ সরাসরি মস্তিষ্কের ক্ষতি করছে। আর এমন জায়গায় পৌঁছে দিচ্ছে যে সেখান থেকে নিরাময় অসম্ভব।
এখন এই ১৬ জনের বিশেষজ্ঞ দল এই রহস্যজনক প্রাণ যাওয়ার তদন্ত চালাবে। খুঁজে বার করবে এর কারণ। ৩টি পরিবারকে একেবারেই আলাদা করে দেওয়া হয়েছে।
এর পিছনে কোনও ষড়যন্ত্র কাজ করছে কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। কেউ বা কারা কোনও শত্রুতা থেকে ৩টি পরিবারকে এভাবে শেষ করে দিচ্ছে কিনা তাও নজরে রাখছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা