National

গোত্রের সমস্যা, ছেলেমেয়ের বিয়ে দিতে পড়শি দেশ থেকে ভারতে আসছেন অভিভাবকরা

গোত্র নিয়ে খুব সমস্যা হচ্ছে। তাই পড়শি দেশ থেকে ভারতে ছেলেমেয়ের বিয়ে দিতে আসছেন বাবা মায়েরা। বিয়ে হচ্ছে ভারতের মাটিতে।

ছেলেমেয়ে বিবাহযোগ্য হয়ে উঠলে বাবা মা তাঁদের বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এখনও অনেক পরিবারে ও সমাজে গোত্র মিলিয়ে বিয়ে হয়। একই গোত্র হলে সেই ছেলে ও মেয়ের বিয়ে হয়না। আর সেখানেই হচ্ছে সমস্যা।

পড়শি দেশে অনেক হিন্দু পরিবার বসবাস করলেও তাঁদের একটা সমস্যা হচ্ছে গোত্র। সেখানে একই গোত্রের মানুষ বেশি থাকেন। এঁরা রাজস্থানের বাসিন্দা। যাঁরা পাকিস্তানে বসবাস করেন। সেখানে তাঁদের সমাজের একই গোত্রের মানুষের বসবাস বেশি।


ফলে পাকিস্তানেই বসবাসকারী ভারতীয়দের বিয়ে করার ক্ষেত্রে সমস্যা হয়। গোত্রই বড় সমস্যা। একই গোত্র হলে বিয়ে হবেনা। সেক্ষেত্রে তাঁদের ভারতে আসতেই হচ্ছে বিয়ের জন্য।

এভাবেই পাকিস্তান থেকে মেয়ে মীনাকে নিয়ে যোধপুরে হাজির হয়েছেন গণপত সিং সোধা এবং তাঁর স্ত্রী ডিম্পল ভাটি। পাত্র জয়সলমীরের। পেশায় শিক্ষক। জয়সলমীর থেকে বর সহ বরযাত্রী আসবে যোধপুরে। বিয়ের আনন্দে মাতোয়ারা পরিবার।


বাবা জানিয়েছেন মেয়ের বিয়ে হচ্ছে ভারতে। এতে তিনি ভীষণ খুশি। তিনি এও জানান যে এখন পাকিস্তান থেকে ভারতে আসা এক বড় চ্যালেঞ্জ। কোনও ট্রেন যোগাযোগ বা বিমান যোগাযোগ নেই। আরও বড় সমস্যা ভিসা পাওয়া।

যদিও সেসব সমস্যা পার করে এই পাকিস্তানে বসবাসকারী হিন্দু পরিবার এখন রাজস্থানে এসেছে মেয়ের বিয়ে দিতে। সুবিধা হয়েছে গণপত সিংয়ের ছেলের জন্য।

কারণ ছেলে আগেই ভারতে চলে এসেছিলেন। এখন এখানেই ব্যবসা করেন। এবার তাঁর বোন মীনাও বিয়ে করে ভারতের স্থায়ী বাসিন্দা হতে চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button