একটা থালা, একটা থলে, মহাকুম্ভে পুণ্যস্নান নিয়ে মুখ খুললেন ভারতের জলকন্যা
তিনি পরিচিত যত না তাঁর নিজের নামে, তার চেয়ে অনেক বেশি ওয়াটার ওম্যান অফ ইন্ডিয়া নামে। তিনি এবার মহাকুম্ভে পুণ্যস্নান নিয়ে মুখ খুললেন।
প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা এখন মানুষের এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে সেখানে ব্যবস্থাপনাও জোরদার করতে হয়েছে। সুরক্ষা থেকে শুরু করে পুণ্যার্থীদের যাবতীয় সুযোগ সুবিধার বন্দোবস্ত, পরিচ্ছন্নতা থেকে পরিবেশ বান্ধব পরিকাঠামো, সব ব্যবস্থাই করতে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে।
সেই মহাকুম্ভে একের পর এক সাধু সন্তদের আখরা। সেখানেই এবার খাবার জন্য লক্ষ লক্ষ পরিবেশ বান্ধব থালা, চামচ, গ্লাস বিলি করেছেন ওয়াটার ওম্যান অফ ইন্ডিয়া শিপ্রা পাঠক।
পরিবেশ বান্ধব থলি বিতরণও করেছে তাঁর সংস্থা পঞ্চতত্ত্ব। বহু দিন ধরেই ভারতে জল ও পরিবেশ সংরক্ষণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন শিপ্রা পাঠক। চাকরি ছেড়ে একাজে জীবন উৎসর্গ করেছেন তিনি। পরিচ্ছন্ন জলের জন্য হেঁটেছেন হাজার হাজার কিলোমিটার পথ।
তিনিই এবার মহাকুম্ভে পরিবেশ বান্ধব পরিস্থিতি বজায় রাখতে ‘এক থালি, এক থ্যাএলা’ নামে পরিবেশ বান্ধব থালা, গ্লাস বিতরণ করছেন। যাতে পুণ্যার্থীদের খাবার সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব পরিস্থিতি বজায় থাকে।
সেই সঙ্গে তিনি মহাকুম্ভে কোটি কোটি মানুষের মিলিত হওয়ার অন্যতম কারণ পুণ্যস্নান নিয়েও মুখ খুলেছেন। তাঁর মতে, ত্রিবেণী সঙ্গমে জল অত্যন্ত পরিচ্ছন্ন। পরিচ্ছন্নতা বজায় রেখে জল বয়ে চলেছে অনর্গল।
কুম্ভমেলা জুড়ে পরিবেশ বান্ধব পদক্ষেপ এবং পুণ্যস্নানের জলের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসাও করেছেন ভারতের জলকন্যা বা ওয়াটার ওম্যান অফ ইন্ডিয়া শিপ্রা পাঠক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা