National

বিশ্বের সবচেয়ে বড় যানজট কি এটাই, কুম্ভের পথে ৩০০ কিলোমিটার জুড়ে গাড়ির সারি

৩০০ কিলোমিটার পথ যানজটের কবলে। যেখানে কয়েকশো মিটার যানজটেই মানুষ হাঁপিয়ে ওঠেন, সেখানে ঠায় দাঁড়িয়ে আছে অসংখ্য গাড়ি। সকলের গন্তব্য একটাই।

মহাকুম্ভে শাহি স্নান বা অমৃত স্নান ছিল ৩টি। একটি মকরসংক্রান্তিতে, অন্যটি মৌনী অমাবস্যায় এবং শেষেরটি বসন্তপঞ্চমীতে। সকলেই মনে করেছিলেন মহাকুম্ভে স্নানের জন্য যে কোটি কোটি মানুষের জমায়েত হচ্ছিল, তা এই ৩টি অমৃত স্নানের পর অনেকটাই কমে যাবে।

অনেকটাই ফাঁকা হয়ে যাবে কুম্ভ। কিন্তু বাস্তব বলছে হয়েছে ঠিক উল্টো। মহাকুম্ভে স্নান করতে এখনও জনস্রোতের মত মানুষ হাজির হচ্ছেন প্রয়াগরাজে। আর তার জেরেই এখন প্রয়াগরাজমুখী রাস্তাগুলি কার্যত স্তব্ধ।


সব মিলিয়ে ৩০০ কিলোমিটার পথ যানজটে অবরুদ্ধ। এমন পরিস্থিতি যে ২ দিন পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে প্রয়াগরাজে পৌঁছতে চাওয়া মানুষজনকে।

ঠায় গাড়িতে বসেই সকাল থেকে রাত হচ্ছে আবার রাত থেকে সকাল। কখনও কখনও গাড়ি যদিও বা নড়ছে তো তা চলছে শম্বুক গতিতে।


প্রয়াগরাজের দিকে প্রধানত মধ্যপ্রদেশ থেকে সড়কপথে যাঁরা আসছেন তাঁদের অবস্থা সবচেয়ে দুর্বিষহ। ২০০ থেকে ৩০০ কিলোমিটার যানজটে আটকে পড়তে হচ্ছে তাঁদের।

এমনকি যা পরিস্থিতি তাতে প্রশাসন মাঝপথেই অনেক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। পুলিশের তরফ থেকে গাড়ির যাত্রীদের কোথাও থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এটাও জানিয়ে দেওয়া হচ্ছে গাড়ি কবে এবং কখন ফের যেতে দেওয়া হবে প্রয়াগরাজের উদ্দেশে।

ফলে অনেকেই গাড়ি থেকে নেমে মাঝপথেই কোনও হোটেল বা ধর্মশালায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। রাস্তায় যানজটে দাঁড়িয়ে থাকছে তাঁদের গাড়ি। নেটিজেনরা এই যানজটকে বিশ্বের সবচেয়ে বড় যানজট বলে ব্যাখ্যা করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button