National

শুরু হয়েই শেষ, ২ হাত তুলে দাঁড়ালেই ২ দেওয়াল, ফ্ল্যাটের ভাড়া শুনলে চোখ কপালে উঠবে

একে ফ্ল্যাটই বলা হচ্ছে। এমন ফ্ল্যাট যা শুরু হয়েই শেষ। ২ পাশের দেওয়াল ২ হাত দিয়ে ছুঁয়ে ফেলা যায়। তার যে ভাড়া তা শুনলে বিশ্বাস নাও হতে পারে।

একটা ফ্ল্যাট। এক ফালি জায়গা বলাই ভাল। এসব ফ্ল্যাটকে ভাল করে বললে ব্যালকনি ফ্ল্যাট বলা হয়। যেখানে একটি দেওয়াল লাগোয়া অংশ নিয়ে খাদ। বাকি ঘরে জায়গা প্রায় নেই বললেই চলে।

ফ্ল্যাটের মাঝখানে দাঁড়িয়ে ২ হাত মেলে ধরলেই ২ দিকের দেওয়ালে আঙুল ছুঁয়ে যাবে। এটাই চওড়া। আর লম্বায় তো সকলে মজা করে বলছেন শুরু হয়েই শেষ হয়েছে ফ্ল্যাট।


এই ফ্ল্যাটে নিজের জন্যই নড়াচড়ার তেমন জায়গা নেই। জিনিসপত্র সঙ্গে করে আনলে বিপদ আছে। কারণ রাখার জায়গা নেই। তাই এখানে থাকতে গেলে সঙ্গে নামমাত্র জিনিস থাকাই ভাল।

ফ্ল্যাটে একটা লফট আছে। যেখানে ব্যাগপত্র রাখা যেতে পারে। আর পড়াশোনা থেকে খাওয়াদাওয়া, যে কোনও প্রয়োজনে ব্যবহারের জন্য একটি টেবিল রাখা। অত্যন্ত ছোট একটি টেবিল।


দরজার পিছনেই জামাকাপড় ঝুলিয়ে রাখার বন্দোবস্ত। দেওয়ালের সঙ্গে লাগানো আছে একটি ফ্যান। মোটামুটি এই। এই নিয়েই একটি ফ্ল্যাট। যা এখন সোশ্যাল মিডিয়ায় কার্যত হুহু করে ছড়াচ্ছে।

বেঙ্গালুরুতে থাকার সমস্যা নতুন নয়। সেখানে এক চিলতে জায়গারও অনেক খরচ। এমন ফ্ল্যাটও তাই রয়েছে ভাড়া দেওয়ার জন্য। আর এই ফ্ল্যাটের ভাড়াই হাঁকা হচ্ছে মাসে ২৫ হাজার টাকা!

কার্যত যাকে ফ্ল্যাট না বলে একটা চলাফেরার প্যাসেজ বলাই ভাল, তার খরচ নাকি মাসে ২৫ হাজার টাকা। অনেকেই বিশ্বাস করতে পারবেননা। কিন্তু এটাই এখন বেঙ্গালুরুর অবস্থা। যা উঠে এসেছে বেঙ্গালুরুর এই অপরিসর ফ্ল্যাটের পরিস্থিতি জানিয়ে ভিডিওতে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button