একদিনে ৬টি বিশ্বরেকর্ড ভেঙে নজির গড়ল ভারতের বিস্ময় বালক
ভারতের বিস্ময় বালক বলেই মনে করছেন সকলে। বয়স মাত্র ১৪ বছর। এই বয়সেই একদিনে ৬টি বিশ্বরেকর্ড ভেঙে দিল সে।
![National News](https://www.nilkantho.in/wp-content/uploads/2025/02/national-news-4.jpg)
একদিনে ৬টি বিশ্বরেকর্ড ভেঙে দেওয়া সহজ কথা নয়। এমন প্রতিভা শতকোটিতে একটা পাওয়া যায়। বিশ্বের অন্য কোনও দেশ নয়, ভারতের এক ১৪ বছরের বালকই সেই প্রতিভার স্বাক্ষর রাখল। এখন তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
সকলে তাকে হিউম্যান ক্যালকুলেটর বলে ডাকছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও সেই নামই দিয়েছে তাকে। এর পিছনে কারণও রয়েছে। বিশ্বে মেন্টাল ম্যাথ বা সহজ কথায় অঙ্কে সে এমন প্রতিভাই দেখাল।
কি করেছে সে? মহারাষ্ট্রের ছেলে আরিয়ান শুক্লাকে প্রথমে ১০০টি ৪ অঙ্কের নম্বর যোগ করতে দেওয়া হয়। তা শেষ করতে সে সময় নেয় ৩০ সেকেন্ড।
এরপর দেওয়া হয় ২০০টি ৪ অঙ্কের নম্বর যোগ করতে। সেটা করতে তার সময় লাগে ১ মিনিট ৯ সেকেন্ড। এরপর ৫০টি ৫ অঙ্কের নম্বর যোগ করতে তার সময় লাগে ১৮ সেকেন্ড।
এরপর একটি ২০ অঙ্কের নম্বরকে একটি ১০ অঙ্কের নম্বর দিয়ে ভাগ করতে বলা হয় তাকে। সেটা সে শেষ করে ৫ মিনিট ৪২ সেকেন্ডে। এখানেই শেষ নয়, তাকে এরপর দেওয়া হয় ২টি ৫ অঙ্কের নম্বর গুণ করতে। যা শেষ করতে তার সময় লাগে ৫১ সেকেন্ডে। এরপর ২টি ৮ অঙ্কের নম্বর গুণ করতে সে সময় নেয় ২ মিনিট ৩৫ সেকেন্ড।
এভাবে টানা ৬টি অসম্ভবকে সম্ভব করে সে একদিনেই ৬টি বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে ফেলে। যদিও তার পরিবারের দাবি, তারা খুব সাধারণ পরিবার। তাদের পরিবারে অঙ্কে এমন তুখোড় কেউ ছিলেননা।