টমেটো বিক্রি না করে মাঠে ফেলে পচাচ্ছেন একাংশের কৃষক, কেন এমন করছেন
টমেটোর দাম গতবছর এমন একটা জায়গায় পৌঁছেছিল যে তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সেই টমেটোই একাংশের কৃষক মাঠে ফেলে পচাচ্ছেন।
![National News](https://www.nilkantho.in/wp-content/uploads/2025/02/national-news-5.jpg)
যে কোনও পরিবারে টমেটো লাগেই। আলু, পেঁয়াজ, আদার মত টমেটোও সাধারণ মানুষের হেঁশেলের এক নিত্যপ্রয়োজনীয় উপাদান। টমেটো এমন উপাদান যা ছাড়া আমিষ বা নিরামিষভোজী কোনও কারুরই চলেনা।
সেই টমেটোর দাম গতবছর এমন পর্যায়ে পৌঁছয়, টমেটো নিয়ে দেশজুড়ে যে হাহাকার শুরু হয়েছিল তা সকলের জানা। এবার সেই টমেটোই একাংশের কৃষক মাঠে স্তূপ করে ফেলে পচাচ্ছেন। টমেটো বিক্রি না করে এভাবে পচার জন্য মাঠে ছড়িয়ে দিচ্ছেন কেন তাঁরা?
ঝাড়খণ্ডের টমেটো কৃষকদের একাংশ প্রধানত এভাবে টমেটো বিক্রি না করে মাঠে ঢিবি করে ফেলে পচিয়ে দিচ্ছেন। আসলে এবার টমেটোর ফলন খুব ভাল হয়েছে সেখানে। ফলে প্রচুর ফলন বিক্রি করতে গিয়ে পাইকারি বাজারে তাঁরা এমন দামের অফার পাচ্ছেন যা তাঁদের মধ্যে প্রবল ক্ষোভ ও কষ্টের জন্ম দিচ্ছে।
ঝাড়খণ্ডে পাইকারি বাজারে টমেটোর দাম যাচ্ছে ২ থেকে খুব বেশি হলে ৩ টাকা কেজি। এমনকি অনেক পাইকারি বিক্রেতা ১ টাকা কেজির চেয়ে বেশি দামও দিতে নারাজ।
এই অবস্থায় কৃষকরা টমেটো চাষে যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন, সেই অর্থও উঠছে না। এমনকি তাঁদের উৎপাদিত টমেটো পাইকারি বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যানবাহনের খরচও উঠছে না অনেক ক্ষেত্রে।
তাই এত কম দামে বেচার চেয়ে টমেটো মাঠেই পচিয়ে দেওয়ার পথ নিয়েছেন তাঁরা। গত জানুয়ারি মাস থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্যে। সেখানে খুচরো বাজারেই এখন টমেটো বিকোচ্ছে ৫ টাকা কেজি দরে। কিছু চড়া বাজারে সে দাম খুব বেশি হলে ১০ টাকা কেজি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা