প্রাকৃতিক দুর্যোগের কবলে ভারতের শেষ গ্রাম, বরফের তলায় ৪২
প্রাকৃতিক দুর্যোগ এক চরম আকার নিল ভারতের শেষ গ্রামে। এতটাই পরিস্থিতি ভয়ংকর যে এখানে বরফের তলায় হারিয়ে গেছেন ৪২ জন।

ভারতে গ্রামের সংখ্যা গুনে শেষ করা মুশকিল। সেখানে সেইসব গ্রামের মধ্যেও এই গ্রামের আলাদাই আকর্ষণ। এটিই হল ভারতের শেষ গ্রাম। যেখানে ভারত শেষ হচ্ছে। এই গ্রামে বহু মানুষ ঘুরতে আসেন কেবল এই শেষ গ্রামকে চোখে দেখার জন্য।
উত্তরাখণ্ডের চামোলি জেলার এই গ্রামটি তিব্বত সীমান্তে অবস্থিত। ভারত ও তিব্বতের যে সীমান্ত তার গা ঘেঁষে থাকা গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত। বদ্রীনাথ ধাম থেকে কিছুটা গেলেই মানা গ্রাম।
বহু পুণ্যার্থী বদ্রীনাথ ধামে দর্শন সেরে মানা গ্রামে বেড়াতে চলে যান। ঘুরে দেখেন অপার প্রাকৃতিক সৌন্দর্য। সেই সুন্দর প্রকৃতিই এখন মানা গ্রামে ভয়ংকর হয়ে উঠেছে। প্রবল তুষারঝড় মানা গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে। এতটাই তুষারপাত হয়েছে যে গ্রামের অনেকটাই ঢাকা পড়েছে।
পরিস্থিতি আরও ঘোরাল আকার নিয়েছে একটি তুষারধসে। বরফের তলায় হারিয়ে গেছেন ৪২ জন শ্রমিক। মোট ৫৭ জন এখানে রাস্তা থেকে বরফ সরানোর কাজ করছিলেন। যাতে সেনার পক্ষে যাতায়াত সহজ হয়।
সেই সময়ই তাঁদের ওপর তুষারধস নেমে আসে। তাঁদের সকলেই বরফের তলায় হারিয়ে যাওয়ার পর ১৫ জনকে দ্রুত উদ্ধার করে মানা গ্রামের সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়। বাকিদের বরফের তলা থেকে উদ্ধার শুরু হয় জোরকদমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা