National

বিয়েতে হাসিমুখে আজব যৌতুক দিল কনের পরিবার, গরুর গাড়ি এসে থামল দরজায়

বিয়েতে পণ শব্দটা কখনওই গ্রহণযোগ্য নয়। আইন বিরুদ্ধও। কিন্তু একটি বিয়েতে বরপক্ষ যে পণ চাইল তা দিতে পেরে বেজায় খুশি কনের পরিবার।

ভারত এখন অনেকটা এগিয়েছে। মানসিকতার দিক থেকেও পরিবর্তন আসছে। পণ নেওয়া বা দেওয়া যে বাঞ্ছনীয় নয় তা মেনে নিচ্ছেন অনেকে। বরপক্ষ পণ চাইলে তা খুব ভাল চোখে কেউই গ্রহণ করেননা। কিন্তু একটি বিয়েতে বরপক্ষ পণ চাইল।

চাহিদামত সেই পণ বরের পরিবারের হাতে তুলে দিতে পেরে বেজায় খুশি কনের পরিবার। এমনকি পণ দেখে সকলের মন আনন্দে ভরে গেল। এ বিয়ে হয়েছে গাজিয়াবাদে।


সেখানে একটি বিয়েতে বরের পরিবারের তরফে কনের পরিবারের কাছে বিয়েতে পণ বাবদ কোনও সোনাদানা, টাকাকড়ি, গাড়ি, বাইক চাওয়া হয়নি। বরং চাওয়া হয় ১১ হাজার গাছের চারা।

পরিবেশকে রক্ষা করার অঙ্গীকারে পণ বাবদ এই ১১ হাজার গাছের চারা খুশি মনে কনের পরিবার তুলে দেয় বরের পরিবারের হাতে। সেই গাছের চারা রোপণের মধ্যে দিয়ে পরিবেশকে রক্ষার চেষ্টা করবেন নবদম্পতি।


এখানেই শেষ নয়। পুরো বিয়েতেই পরিবেশ বান্ধব বিষয়টি নজরে রাখা হয়। নবদম্পতির বিদায়ে দরজায় এসে দাঁড়ায় গরুর গাড়ি। বিয়ের পর স্বামীর হাত ধরে নববধূ শ্বশুরালয়ে যান গরুর গাড়ি চেপে।

এছাড়া নবদম্পতি বিয়েতে কয়েকটি অঙ্গীকারও করেছেন। তাঁরা অগ্নিসাক্ষী করে সাতপাক নেওয়ার সময় ১০টি অঙ্গীকার করেছেন। যেগুলি সবই পরিবেশ রক্ষা ও সামাজিক কর্তব্যের মধ্যে পড়ছে।

বিয়েতে জাঁকজমক বা আড়ম্বর ছিলনা। ছিল প্রতিটি পরতে সমাজের প্রতি দায়বদ্ধতার নজির। এমন এক বিয়ের কথা তাই সংবাদমাধ্যমে জায়গা পেতে সময় নেয়নি। এ খবর ছড়িয়ে পড়ে হুহু করে। সকলেই এই ২ পরিবার ও নবদম্পতির ভাবনার তারিফ করেছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button