National

বাঘ রাজ্যে আরও একটি নিশ্চিন্ত আশ্রয় পেতে চলেছে বাঘেরা

বাঘেরা শান্তিতে থাকার আরও এক নিশ্চিন্ত আশ্রয়স্থল পেতে চলেছে। সেখানে বংশবৃদ্ধি ও নিজেদের মত করে দিন কাটাতে পারবে তারা।

বাঘদের নিশ্চিন্তে রাখতে সরকারি উদ্যোগ বহুদিন ধরেই চলছে। সেই উদ্যোগ আরও এগোল। বাঘদের জন্য ভারতের বুকে আরও এক নিশ্চিন্ত আশ্রয়স্থল তৈরি হচ্ছে। যা বাঘ রাজ্যে নবতম সংযোজন।

বাঘদের জন্য একটি নতুন ব্যাঘ্র অভয়ারণ্য তৈরি হচ্ছে সেখানে। যাবতীয় সবুজ সংকেত পাওয়া হয়ে গেছে। বাঘের রাজ্য বলে পরিচিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিজেই সেকথা জানিয়ে রাজ্যবাসীকে আগাম অভিনন্দন জানিয়ে রেখেছেন।


মধ্যপ্রদেশে ইতিমধ্যেই ৮টি ব্যাঘ্র অভয়ারণ্য রয়েছে। এবার তৈরি হচ্ছে বাঘদের জন্য নবম অভয়ারণ্যটি। শিবপুরি জেলার মাধব জাতীয় উদ্যান এবার ব্যাঘ্র অভয়ারণ্যে রূপান্তরিত হতে চলেছে।

সেখানে প্রথমে ১টি বাঘ ও ১টি বাঘিনী ছাড়া হচ্ছে। তারপর বংশবৃদ্ধির মধ্যে দিয়ে সেখানে বাঘের সংখ্যা বাড়তে থাকবে। প্রসঙ্গত মধ্যপ্রদেশ ভারতের সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি বাঘের বাস।


এই অভয়ারণ্য তৈরি যে কেবল বাঘদের জন্য ভাল খবর তাই নয়, স্থানীয়দের জন্যও সুখবর। কারণ এর ফলে স্থানীয় উন্নয়ন তরান্বিত হবে। ইকো ট্যুরিজম অন্য মাত্রা পাবে।

এছাড়া ব্যাঘ্র অভয়ারণ্য বললেই সেই জঙ্গলের অন্য আকর্ষণ তৈরি হবে। পর্যটক আকর্ষণ বৃদ্ধি পাবে। যা স্থানীয় হোটেল, রিসর্টগুলির জন্য ভাল খবর। এতে তাদের ব্যবসা বাড়বে। কারণ বাঘ দেখতে পর্যটকের আনাগোনাও বাড়বে।

মাধব জাতীয় উদ্যান ১ হাজার ৭৫১ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে। যার কোর এরিয়ার আয়তন ৩৭৫ বর্গ কিলোমিটার এবং বাফার জোনের আয়তন ১ হাজার ২৭৬ বর্গ কিলোমিটার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button