National

বরফে ঢাকা প্রকৃতির বুক থেকে জঞ্জাল সাফাই, ভারতের মন ছুঁয়ে গেলেন ২ বিদেশি পর্যটক

দেশের মানুষের মন ছুঁয়ে ফেললেন ২ বিদেশি পর্যটক। প্রকৃতির সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করতে গেলে জঞ্জালহীন পরিবেশ লাগে। তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ২ জন।

চারধার বরফে ঢাকা। প্রকৃতির সৌন্দর্য সব ভুলিয়ে দিতে পারে। বরফে ঢাকা ২ ধারের মাঝখান দিয়ে রাস্তাটা কেবল যাতায়াতের জন্য বরফশূন্য। তার উপর দিয়েই হেঁটে চলেছেন দেশি বিদেশি পর্যটকেরা।

ভারতের এই একটুকরো অপার প্রকৃতিকে উপভোগ করতে এখানে দেশের মানুষের সঙ্গে বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে। অথচ এই সুন্দর পর্যটনক্ষেত্রের চারপাশে পড়ে আছে মানুষের ফেলে যাওয়া ছেঁড়া ন্যাকরা থেকে বোতল, কাগজের ছেঁড়া টুকরো, প্লাস্টিক সবই।


এতটুকু সংকোচ ছাড়াই বরফে ঢাকা প্রকৃতির বুকে এসব জঞ্জাল ছুঁড়ে দিতে ২ বার ভাবেন না বহু মানুষ। কিন্তু ভারতের এই সুন্দর পর্যটনস্থল যাতে সুন্দর থাকে সেকথা ভাবলেন ২ ডেনমার্ক থেকে আসা পর্যটক।

তাঁরা নিঃশব্দে তাঁদের চলার পথে রাস্তার ওপর বা ধারে পড়ে থাকা জঞ্জাল একটি প্যাকেটে পুরতে পুরতে এগিয়ে চললেন। এটাই হয়তো তাঁদের শিক্ষা।


যে শিক্ষা কেবল ভারতের মন ছুঁয়ে গেল এমনই নয়, সেইসব মানুষের জন্য একটা বার্তাও দিয়ে গেল, যাঁরা ঘুরতে এসে যেখানে সেখানে এভাবে জঞ্জাল ফেলার জন্য একটুকু সংকোচ বোধ করেননা, অপরাধ বোধে ভোগেন না।

উত্তর সিকিমের ইয়ামথাং উপত্যকার দিকে এগিয়ে যাওয়ার পথে ২ ডেনমার্কের পর্যটকের এই জঞ্জাল কুড়িয়ে প্যাকেটে ভরা সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের নজর কেড়েছে। উজাড় করে মানুষ তারিফ করেছেন তাঁদের এই নিঃশব্দ সাফাই আচরণের।

তাঁরা বিদেশ থেকে ঘুরতে এসেছিলেন। ঘুরে দেখে চলে যেতেন। ভারতের কোথায় জঞ্জাল পড়ে আছে তা দেখার প্রয়োজন নাও বোধ করতে পারতেন।

কিন্তু তাঁরা যে সামাজিক কর্তব্য বোধের পাঠ সকলকে দিয়ে গেলেন তা দেখে কিছু মানুষ নিজেকে শুধরে এভাবে যত্রতত্র জঞ্জাল ফেলা থেকে বিরত হবেন বলে আশা রাখছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button