National

প্রবল গরমে মেটাবে জলাভাব, রাস্তার ২ ধারকে কাজে লাগিয়ে অভিনব পরিকল্পনা

জলের সমস্যা অনেক জায়গাতেই রয়েছে। এমনকি মাটির তলার জলস্তরও নেমে গিয়ে অনেক জায়গায় জলের চরম অভাব তৈরি করে। এজন্য রাস্তার ২ ধারকে কাজে লাগানোর অভিনব পরিকল্পনা।

ভারতের এমন অনেক প্রান্ত রয়েছে যেখানে গ্রীষ্ম এলে মানুষ গরমের জন্য তো বটেই, প্রমাদ গোনেন জলাভাবের আতঙ্কে। একে অসহ্য গরম। তারমধ্যে পানীয় জলটুকু পেতেও হিমসিম খেতে হয় তাঁদের।

কেবল রাস্তার কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তি কেড়ে নিয়েছিল ১৮ বছরের পুনম নামে এক তরুণীর প্রাণ। ঘটনাটা ঘটেছিল মধ্যপ্রদেশে। এই মধ্যপ্রদেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে গরম পড়লে জলাভাব চরম আকার নেয়।


মাটির তলার জলও এমনভাবে শুকিয়ে যায় যে সেখান থেকেও জল পাওয়া যায়না। জলের প্রয়োজন মেটাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যায়। এই সমস্যার সমাধানে সে রাজ্যের এক বিধায়ক এক অভিনব উপায় প্রস্তাব করেছেন।

যা রূপায়িত হলে মধ্যপ্রদেশের অনেক জায়গার জলের সমস্যা কিছুটা মিটে যাবে। সে রাজ্যের বিধানসভায় আশিস গোবিন্দ শর্মা নামে ওই বিধায়ক প্রস্তাব দিয়েছেন জলের সমস্যা মেটাতে কাজে লাগানো হোক রাস্তার ধারকে।


যে সড়কপথ চলে গেছে রাজ্যের মধ্যে দিয়ে সেই সড়কপথে প্রতি ৫ কিলোমিটার অন্তর একটি করে গভীর গর্ত খনন করতে চান আশিস শর্মা। যখন বৃষ্টি নামবে তখন সেই জল রাস্তার ধার ধরে গড়িয়ে ওই গর্তগুলিতে এনে ফেলা হবে।

জল চলে যাবে মাটির তলায়। মাটির তলার জলস্তর যদি নিচে থাকে তাহলে তা বৃষ্টির জলেই পূরণ হয়ে যাবে। সেই জল মাটির তলায় থেকে গেলে প্রয়োজনে সেই জলকেই জলের সমস্যা মেটাতে দিব্যি কাজে লাগানো যেতে পারে।

প্রস্তাবটি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। কীভাবে এই প্রস্তাবকে রূপায়িত করা যায় তার পরিকল্পনাও করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button