National

ইতিহাস লিখল ভারত, ২ হাজার কিলোমিটার দূর থেকে হল হার্ট অপারেশন

ভারতের চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা ঘটে গেল। ২ হাজার কিলোমিটার দূর থেকে রোগীর হার্ট অপারেশন হয়ে গেল। হল সম্পূর্ণ সফলভাবে।

চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলেছে। তবে এবার যে ইতিহাস ভারতের চিকিৎসা ক্ষেত্রে লেখা হল তা গোটা বিশ্বকে চমকে দিতে পারে। ২ হাজার কিলোমিটার দূরে থাকা রোগীর হার্ট অপারেশন হল। গুরুগ্রামে থেকে অপারেশন করা হল বেঙ্গালুরুর হাসপাতালের অপারেশন থিয়েটারে শুয়ে থাকা রোগীর। হার্ট অপারেশন হল তাঁর।

৩৫ বছরের ওই ব্যক্তির হার্টের উপরের ২টি চেম্বারের মধ্যে একটি ফুটো ছিল। সেটাই অপারেশন করে ঠিক করা হয়। এমন অপারেশন তো হামেশাই হচ্ছে। তাহলে এখানে অবাক করা কি আছে?


অপারেশন থিয়েটারে চিকিৎসক নিজে হাতে এই অপারেশন করে থাকেন। কিন্তু এবার গুরুগ্রামের দফতরে বসে বেঙ্গালুরুর অ্যাস্টর সিএমআই হাসপাতালে ভর্তি ওই রোগীর হার্ট অপারেশন করা হল। অপারেশন কোনও মানুষ করলেন না। করল রোবট। যাকে বলা হচ্ছে রোবোটিক কার্ডিয়াক সার্জারি।

গুরুগ্রামের এসএস ইনোভেশন সংস্থার এই রোবট টেলিসার্জারির মাধ্যমে অপারেশন করল। ২ হাজার কিলোমিটার দূর থেকে তাকে নিয়ন্ত্রণ করা হল। রোবট সেখান থেকে আসা নির্দেশ মেনে অপারেশন করে।


২ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলে অপারেশন। যা সম্পূর্ণ সফলও হয়। এই পুরো যন্ত্র ও চিকিৎসা পদ্ধতি নিতান্তই ভারতের নিজস্ব প্রযুক্তি। এই টেলিসার্জারি ভারতে প্রথম হল। ইতিহাস রচনা করল। বদলে দিল চিকিৎসা বিজ্ঞানের পুরনো ধারনা।

সেই সঙ্গে আগামী দিনে অপারেশনের গতিপ্রকৃতির একটা স্পষ্ট আন্দাজও ভারতবাসী পেয়ে গেলেন। এই প্রযুক্তি ভারতে যেমন ব্যবহার হবে, তা বিদেশেও ব্যবহার করা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button