ধেয়ে এল ঠান্ডা হাওয়া, এক ধাক্কায় পারদ নামল ৭ ডিগ্রি, আচমকা ফিরল শীতের পরশ
ভারতে পারদ এখন উর্ধ্বমুখী। সেই চড়া রোদ আর গা জ্বালানো গরমের শুরুতে উলট পুরাণ। ধেয়ে আসা ঠান্ডা হাওয়ার স্রোতে পারদ পড়ে গেল ৭ ডিগ্রি।

চৈত্রমাসের মধ্যভাগে পৌঁছে যে সূর্য আর রেয়াত করেনা তা ভারতবাসীর বিলক্ষণ জানা। গতবছরের অতি অস্বাভাবিক গরমের স্মৃতি এখনও তাজা। তাই এবার চড়তে থাকা গরমে রীতিমত আতঙ্কিত সকলে। আবার ফিরবে সেই অসহ্য গরমের পরিস্থিতি। এটাই ভাবাচ্ছে তাঁদের।
ভারতের উত্তর পশ্চিম প্রান্তে আবার পারদ অতি ভয়ংকর পর্যায়ে পৌঁছে যায়। বিশেষত রাজস্থানের মরু অঞ্চলে পারদ অনেক জায়গায় ৫০ ডিগ্রিও পার করে যায়। ইতিমধ্যেই রাজস্থানের অনেক জায়গায় পারদ ৪০ ছুঁয়েছে বা ছুঁই ছুঁই করছে।
এই অবস্থায় সেখানে এক আজব কাণ্ড ঘটেছে। হঠাৎ উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়ার স্রোত এসে পৌঁছেছে রাজস্থানে। আর সেই ঠান্ডা উত্তুরে হাওয়ার দাপটে পারদ হুহু করে নেমেছে।
অনেক জায়গায় এক ধাক্কায় ৭ ডিগ্রি নেমেছে পারদ। সামনের ২ দিনে আরও পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। যেখানে রাজস্থানের অধিকাংশ জায়গায় যেমন আলওয়ার, পিলানি, সিকর, চিতোরগড়, উদয়পুর, চুরু, বিকানের, গঙ্গানগরে পারদ ৪০-এর উপরে বা আশপাশে ছিল, সেখানে পারদ ঝুপ করে নেমে ৩৬ ডিগ্রির নিচে চলে গেছে। ভিলওয়াড়াতে কেবল পারদ ৩৬-এর ওপর রয়েছে।
পারদ কয়েক জায়গায় এমন কমেছে যে সেখানে সর্বনিম্ন পারদ ১০ ডিগ্রির নিচে চলে গেছে। সিকরের ফতেপুরে পারদ নেমেছে ৯.৮ ডিগ্রিতে। পালিতে পারদ রেকর্ড হয়েছে ৯.৯ ডিগ্রি। সর্বনিম্ন পারদ বিকানেরে ১৪.৮ ডিগ্রি এবং পিলানিতে ১৫.৫ ডিগ্রি রেকর্ড হয়েছে।
চৈত্রের মাঝে পৌঁছে এমন আজব কাণ্ড এবং এমন মন ভাল করা আবহাওয়া অবশ্য বেশিদিন স্থায়ী হবেনা। ২ দিন পর থেকে ফের পারদ চড়বে। তখন তা ফের লাফ দেবে অসহ্য অঙ্কে। বলছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা