বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে এইসব এলাকা
মার্চে গরমের দাপট কিছুটা হলেও টের পেয়েছেন দেশের প্রায় সব প্রান্তের মানুষ। এবার সেই গরম থেকে কিছুটা রেহাই পাবে কিছু এলাকা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।

এবার মার্চ মাসেই ভারতের বিভিন্ন প্রান্তে ৪০ ডিগ্রি পার করেছিল পারদ। পশ্চিমবঙ্গেও ৪০-এর কাছে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। এখন তা কিছুটা নামলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এবার এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারত এক অস্বাভাবিক গরমের কোপে পড়তে চলেছে।
এরমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সাধারণভাবে দেখা যায় মে মাসের মধ্যভাগ পার করে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় ভয়ংকর রূপ নেয়। তবে এবার এপ্রিলের শুরুতেই একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে।
এই ঘূর্ণাবর্তের হাত ধরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এপ্রিলের ২ এবং ৩ তারিখ প্রবল এবং ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তামিলনাড়ু ও পুদুচেরিতে।
তামিলনাড়ুর বেশ কয়েকটি জায়গায় এবার মার্চেই ৪০ ডিগ্রি পার করেছিল পারদ। বৃষ্টিতে জ্বলতে থাকা তামিলনাড়ু কিছুটা রেহাই পাবে। পারদ নামবে বেশ কয়েক ডিগ্রি। বৃষ্টি পেতে পারে ওড়িশাও।
এখন সকলের প্রশ্ন হল পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের কতটা প্রভাব পড়বে? পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্তের জেরে সরাসরি কোনও বৃষ্টিপাত হবেনা। তবে এ রাজ্যের দক্ষিণভাগে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প পূর্ণ হাওয়ার প্রবেশ হচ্ছে।
মাটি ঘেঁষে থাকা সেই হাওয়ার জেরে চড়তে থাকা পারদ এখন কিছুটা নিয়ন্ত্রণে। চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃষ্টি পেতে পারে কলকাতাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা