National

বাইরে বৃষ্টি, ঘরে বাঘ, সেই বাঘকে মুশকিলে ফেলে আশ্চর্য রক্ষা পরিবারের

এ কাহিনি কোনও সিনেমার চেয়ে কম নয়। একটি পরিবার বাঘের মুখে পড়েও নিজেদের আশ্চর্য ভাবে রক্ষা করল। আবার মুশকিলে ফেলে দিল বাঘকে।

বাইরে তখন অঝোরে বৃষ্টি হচ্ছে। ঘরেই ছিলেন স্বামী, স্ত্রী ও তাঁদের একমাত্র ছেলে। পরিবার একসঙ্গে সময় কাটাচ্ছিল। এমন সময় তারা যা দেখল তাতে তাদের শিরদাঁড়া দিয়ে হিম স্রোত বয়ে যায়।

তখন সকালবেলা। স্বামী স্ত্রী টিভি দেখছিলেন। ঠিক সেই সময় মহিলার প্রথম নজরে পড়ে লেপার্ডটি। তার লেজটি দেখতে পান তিনি। তখনই স্বামীকে জানান। ওই ব্যক্তি বুঝতে পারেন সাক্ষাৎ যমদূতের মুখে পড়েছেন তাঁরা।


কোনওভাবে লেপার্ডটি তাঁদের সদর দরজা টপকে ভিতরে প্রবেশ করে। এদিকে ভেঙ্কটেশ নামে ওই ব্যক্তি সময় নষ্ট না করে, লেপার্ডটির চোখে ধুলো দিয়ে স্ত্রী ও পুত্রকে নিয়ে ঘরের অন্যদিক দিয়ে বেরিয়ে আসেন।

বেরিয়েই সময় নষ্ট না করে দ্রুত দরজাটি বন্ধ করে দেন। লেপার্ড তখন ঘরে ঢুকেছিল। ফলে সে সময়মত আর বেরিয়ে আসতে পারেনি। ওই ঘরেই আটকে পড়ে সে।


ভেঙ্কটেশ বেরিয়েই পুলিশ ও বন দফতরকে খবর দেন। বন দফতরের আধিকারিকরা দ্রুত সেখানে হাজির হন। এদিকে বাড়িতে বাঘ আটকে পড়েছে খবর পেয়ে সেখানে চারিদিক থেকে লোক জমা হতে থাকেন।

কৌতূহলী মানুষের ভিড় ২ হাজার পার করে যায়। বন দফতরের কর্মীরা ঘুমপাড়ানি বন্দুক নিয়ে বাড়িতে প্রবেশ করলেও যে ঘরে লেপার্ড আটকা পড়েছিল সেখানে ঢুকতে পারছিলেননা।

লেপার্ডটি ততক্ষণে একটি বিছানার তলায় আশ্রয় নিয়েছে। প্রায় ৫ ঘণ্টা ধরে লেপার্ডকে পাকড়াও করার চেষ্টা চলতে থাকে। অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে তাকে কাবু করেন বন কর্মীরা।

এরপর তাকে একটি খাঁচায় তুলে নিয়ে যান তাঁরা। এ যাত্রায় রক্ষা পায় ওই পরিবার। নাহলে বাঘের খাদ্য হতে আর দেরি ছিলনা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কাছে জিগানি নামে জায়গায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button