উদ্বোধনের পর মাত্র ১ দিন, অন্য কারণে খবর হয়ে গেল বিশাল ঘড়িঘর
অনেক ভাবনাচিন্তা করে তৈরি করা একটি ক্লক টাওয়ার বা ঘড়িঘর মাত্র ১ দিনে খবর হয়ে গেল। তবে কোনও ভাল কারণে খবর হল না।

যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচি ছিল, তাই অতি দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করার তাগিদ নজর কেড়েছিল স্থানীয় মানুষের। শহরের মাঝে একটি উঁচু ক্লক টাওয়ার বা ঘড়িঘর। অবশ্যই এমন ধরনের টাওয়ার বা মিনার সকলের নজর কাড়ে।
অনেকটা ওয়াচ টাওয়ারের মত। তাতে অনেক উঁচুতে ঘড়ি লাগানো। অনেক দূর থেকেও সে ঘড়িতে কটা বাজে তা দেখা যায়। একটি শহরের অলঙ্কার হিসাবে এমন ঘড়িঘর কাজ করে। এই মিনারটিও তেমনই ছিল।
৪০ লক্ষ টাকা খরচ করে এই মিনারটি তৈরির পর তা উদ্বোধন হয়। আর সেই উদ্বোধনের ১ দিন পর ফের সেটি খবরের শিরোনামে জায়গা করে নেয়। মাত্র ১ দিন আগে যে ঘড়ির উদ্বোধন হয়, সেটি ১ দিনের মধ্যে বন্ধও হয়ে যায়।
কেন বন্ধ হয়েছে? দ্রুত সম্পূর্ণ করতে গিয়ে তার সুরক্ষা বন্দোবস্তে একেবারেই নজর দেওয়া হয়নি। ফলে পরদিনই চোরেরা এসে ঘড়ির ভিতর থাকা তামার তার চুরি করে পালায়। যার জেরে ঘড়ি ভুল সময় দেখাতে শুরু করে। সঠিকভাবে চলছিল না।
এমনকি তাড়াতাড়ি সম্পূর্ণ করতে গিয়ে এই ঘড়িঘরটি দেখতেও একেবারে সাদামাটা করা হয়েছে বলে অভিযোগ করেন অনেকে। বিহারের বিহার শরিফ-এ এই ঘড়িঘর তৈরি হয়ে যেমন সকলের নজর কেড়ে নেয়, এখন তেমনই তার উদ্বোধনের পরই দুরবস্থা নতুন করে খবরে পরিণত হয়েছে।