National

ছাত্রদের ব্যাগে কন্ডোম থেকে তাস, হেডস্যারের আচমকা তল্লাশিতে মিলল আরও জিনিস

স্কুলে আসা ছাত্রদের সঙ্গে স্কুলের ব্যাগ তো থাকেই। তাতে বই, খাতা, পেন, পেনসিল, স্কেলের মত পড়াশোনার জিনিসই থাকা স্বাভাবিক। কিন্তু এই স্কুলে ব্যাগে মিলল অন্য কিছু।

স্কুলে প্রতিদিনই ছাত্ররা আসে যায়। কাঁধে থাকে স্কুলের ব্যাগ। এক ঝলকে সন্দেহ করার মত কিছুই নেই। কিন্তু হেডস্যারের হয়তো কিছু মনে হয়েছিল। তাই তিনি আচমকাই অষ্টম ও নবম শ্রেণির ছাত্রদের ব্যাগ তল্লাশি শুরু করেন।

আচমকাই তাদের ব্যাগ তল্লাশি শুরু হওয়ায় তারা হয়তো সাবধান হওয়ার সুযোগ পায়নি। ফলে ব্যাগের জিনিস ব্যাগেই থেকে যায়। ছাত্রদের ব্যাগ তল্লাশি করতে গিয়ে যা বার হয় তা দেখে ভিরমি খাওয়ার যোগাড় হয় হেডস্যারের।


ছাত্রদের ব্যাগ থেকে পাওয়া যায় কন্ডোমের প্যাকেট, ছুরি, পিতলের তৈরি আঙুলে পরে হাতাহাতির উপযুক্ত অস্ত্র, সাইকেলের চেন, তাস এবং আরও এমন কিছু জিনিস যা কোনও ছাত্রের ব্যাগে থাকাটা হতবাক করার মতন।

বিষয়টি সামনে আসার পর স্কুলে রীতিমত হুলস্থূল শুরু হয়। বিষয়টি দেশের মানুষের নজর কাড়ে যখন এক ব্যক্তি ছাত্রদের ব্যাগ থেকে উদ্ধার এসব জিনিসের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন।


মহারাষ্ট্রের নাসিকের ঘোটি এলাকার এই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের এই আচমকা তল্লাশিতে যা ছাত্রদের ব্যাগ থেকে বার হয়েছে তাতে নানা মহল থেকে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। লোকমত টাইমস নামে সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়।

স্কুলের ছাত্রদের অভিভাবকরা স্কুলের এই তল্লাশির প্রশংসা করেছেন। ছাত্রদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের তৎপর হতে এবং আরও কড়া হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button